বর্তমান সময়ের একটি অসাধারণ কবিতা

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০২ ডিসেম্বর, ২০১৩, ০৬:৩৮:৪৩ সন্ধ্যা



মামলাবাজী

আব্দুল হাই শিকদার

আমিও মামলা করতে জানি।

মামলা কাহাকে বলে উহা কত প্রকার-

উদাহরণ সহকারে তোকে আমি বুঝিয়ে দেব।

হলুদ সবুজ লাল গোলাপি বেগুনি,

কমলা ও আকাশি কালার,

একটা দুইটা নয় শত শত হাজার হাজার,

লক্ষ ও অযুত নিযুত,

ছোট বড় মাঝারি ধারার অগণন মামলা।

তোর ঘুম আমি হারাম করে দেব।

তুই উঠতে বসতে জাগরণে ঘুমে

সকালে দুপুরে রাতে প্রতিদিন প্রতিটি প্রহরে,

কেবল মামলা দেখবি।

চোখ মেলে তাকালেই থোকা থোকা মামলা,

স্তুপ স্তুপ মামলা,

দিগন্ত বি¯তৃত মামলা-

পাহাড়ের পর পাহাড়ের মতো মামলা-

সমুদ্র গর্জনের মতো তোর উপর আছড়ে পড়বে মামলা।

হিংস্র হায়নার মতো তোকে খুবলে খুবলে খাবে মামলা।

ভয়াল অজগরের মতো তোকে গিলে খেতে আসবে মামলা।

গ্রামে গ্রামে তোকে খুঁজে বেড়াবে মামলার বন্য কুকুর।

লোকালয় থেকে তুই পালিয়ে যাবি বনে,

বনে তোকে খেতে আসবে মামলার রয়েল বেঙ্গল।

স্থল ত্যাগ করে জলে তুই খুঁজবি আশ্রয়,

তোকে আপ্যায়ন করতে আসবে দাঁতাল কুমির।

মামলার ভয়ে তুই ভিটেছাড়া হবি।

মামলার ভয়ে তুই গ্রামছাড়া হবি।

মামলার ভয়ে তুই শহরছাড়া হবি।

(অসমাপ্ত)

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File