প্রধানমন্ত্রীর ভাষায় 'জঙ্গিবাদের' অর্থ।

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ২০ জুলাই, ২০১৩, ০৯:২৮:২৪ রাত

প্রধানমন্ত্রী বলেছেন খালেদা জিয়া ক্ষমতায় এলে জঙ্গিবাদ প্রতিষ্ঠা পাবে। একথার অর্থ খোজার আগে বুঝতে হবে প্রধানমন্ত্রীর মানসিক অবস্থা। তিনি আসলে ভারতপন্থি নন। যা সবাই মনে করে থাকে। এই পর্যন্ত তার সকল কথা ও কাজকে বিশ্লেষণ করুন, দেখতে পাবেন তিনি আসলে ভারতপন্থি নন, তিনি হিন্দু পন্থি। সকল নিয়ম কানুন ভেঙ্গে সর্বস্তরের মাথায় কাদেরকে বসিয়েছেন? কাদেরকে দিয়ে তিনি বৃহত্তর জনগোষ্ঠিকে শাসন করছেন? এখন দেখুন তিনি জঙ্গীবাদ বলতে কি বুঝাতে চান। খালেদা জিয়া এদেশের অন্যান্ন ধর্মের মত মুসলিম স্বার্থ সংরক্ষন করতে চান। এখানেই প্রধানমন্ত্রীর আপত্তি। তিনি সরাসরি মুসলিম না বলে জঙ্গি বলে থাকেন। তার পূর্বের ভাষণ বা কথাগুলো বিশ্লেষণ করলে আপনাদের চোখে তা স্পষ্ট হয়ে ধরা পড়বে। তিনি নাকি নামাজ পড়েন এটা একটা প্রতারণা। ফিরোজ রশীদের ভাষায় শেখ হাসিনা নামাজের পরে সালাম ফিরিয়ে ফেরেশতাদের বদলে তার চারিপাশের নাস্তিকদের সালাম দেন। এই হলো তার নামাজ। কোন মুমিন নর-নারী ইসলাম বিরোধেদের দিয়ে তার ঘর সাজায় না। অতএব শেখ হাসিনা যে ইসলাম ও মুসলমানদের চরম দুশমন একথা দিবালোকের মত স্পষ্ট। তিনি চরম উগ্র সাম্প্রদায়িক। মুসলমানদের বিরুদ্ধে তার সম্প্রদায় শেষ খেলায় মেতেছে।

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File