আল্লাহর বিধান প্রতিষ্ঠার পক্ষে লড়াই কি দুর্বল ঈমানদাররা পারে!
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১০ মে, ২০১৩, ০৭:২১:৫৯ সন্ধ্যা
আল্লাহর পাঠানো প্রত্যেক নবী-রসূল অসীম বীরত্ব ও সাহসের অধিকারী ছিলেন। কারণ তাঁরা আল্লাহর স্বরুপ জানতেন বলেই তাদের ঈমান ছিল অটল। প্রিয় নবী শেষ নবী মুহম্মদ স: ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বীর ও সাহসী। একইভাবে তাঁর সাহাবীরাও ছিলেন শ্রেষ্ঠতম বীর ও সাহসী। তাদের ঈমান ছিল নিখাঁদ নির্ভেজাল। সত্যের পক্ষে কল্যাণের পক্ষে তাই তারা জীবন বিলিয়ে দিতে পেরেছিলেন।
আমাদের দেশে কোটিকোটি মুসলমান। তাদের মধ্যে মুসলিম স্বার্থ রক্ষার জন্য সংগঠিতভাবে হেফাজতে ইসলাম জামাত-শিবিরের পরে দ্বিতীয় শক্তি হিসেবে সোচ্চার হয়েছিল। হেফাজতে ইসলামের অসংখ্যা নেতা কর্মী যাদের কাজই ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করা। তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কখনো লড়াইয়ে অভ্যস্ত নয়। কারণ এ কাজের জন্য যে মনবল, সাহস এবং সঠিক ইসলামী জ্ঞানের প্রয়োজন সম্ভবত তার অনুশীলন এবং প্রশিক্ষণে তাদের দূর্বলতা থাকতে পারে। দ্বিতীয়ত একাজের জন্য রসূল স: এবং সাহাবা কেরাম রা:-দেরকেই অনুসরন করতে হয়। পরবর্তীকালের সূফী এবং আওলীয়াদের অনুসরন নয়।
যাই হোক হেফাজতের নেতা কর্মীরা রসূল স:-এর বিরুদ্ধে ব্লগ লেখকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংগ্রামে নেমেছিলেন। কিন্তু ইসলাম ও মুসলিম বিরোধী আওয়ামী সরকার তাদেরকে রাষ্ট্রিয় সন্ত্রাস ও নিষ্ঠুর হত্যাযজ্ঞের মাধ্যমে বিতাড়িত করেছে। এবং রসূল স:কে গালী প্রদানকারী ব্লগ রচয়িতাদের পক্ষের শক্তি গণজাগরণকে আবার পুনর্বাসিত করেছে।
সম্ভবত ভয় পেয়ে হেফাজত রণে ভঙ্গ দিয়েছে। এখন মনে হচ্ছে কোন কাপুরুষ দীর্ঘদিন মুসলমান থাকতে পারে না, যেমন পারে না ইসলাম সম্পর্কে কোন অজ্ঞ অশিক্ষিত ব্যক্তি। আরো মনে হচ্ছে জামাতে ইসলাম এবং ছাত্র শিবির সকল ভয়, নির্যাতন, জুলুম তুচ্ছ করে শুধু মাত্র রসূল স: এবং তাঁর সাহাবাদেরকে অনুসরণ করে ইসলামের বিধান প্রতিষ্ঠার কাজে লেগে আছে। বর্তমানে মনে হচ্ছে এরাই সঠিক পথে আছে। আওয়ামীলীগের বাইরে যারা এদেশে মুসলমান আছেন অথচ জামাত শিবির বিরোধী তাদেরকে জামাত শিবির সম্পর্কে নতুন করে ভেবে দেখতে বলবো। অওয়ামী পুলিশ যে সব বই-পুস্তককে জিহাদী বই বলে থাকে আসুনতো সেই সব বইগুলো নিরপেক্ষ হৃদয় মন নিয়ে পড়ে দেখি। হয়তো সঠিক পথের সন্ধান পাওয়া যেতে পারে। যুক্তিতে না মিললে বর্জন করতে তো অসুবিধা নেই।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন