৩টি বিষয় বড়ই সাইন্টিফিক

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৮ মে, ২০১৩, ০১:০০:২৫ দুপুর

১. ফকর-মঈনের দেয়া নির্বাচন। যেখানে বহু সেন্টারে ১০০% এর উপর ভোট পড়েছিল। এবং নির্বচনের ফলাফল ঘোষণার পূর্বেই প্রার্থীর জয়লাভের তালিকা সেনা বাহিনীর হাতে ছিল।

২. বিডিআর হত্যা কান্ড। প্রধানমন্ত্রী শিডিউল থাকা সত্তেও সেখান যান নাই, বিদ্রোহীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক এবং সাধারণ ক্ষমার ঘোষণা। দেশের সকল স্থান থেকে সকল অফিসারকে বাধ্যতামূলকভাবে অনুষ্ঠানে যোগদান করানো। এবং বিদ্রোহ করলেই কি এমন নিষ্ঠুভাবে কেউ কাউকে হত্যা করে? এবং ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে সেখানে শহীদ অফিসারদের কোয়ার্টার বানানোর প্রধানমন্ত্রীর ঘোষণা। আসলে হত্যাকান্ডটা কারা সংঘঠিত করেছিল তা অন্ধকারেই আছে।

৩.হেফাজতে ইসলামের লাখ লাখ নিবেদিত প্রাণ নেতাকর্মীকে ১০ মিনিটের মধ্যে হাওয়া করে দেয়া। অথচ আওয়ামীলীগের ভাষায় কেউ নিহত হয় নাই। এই যে রহস্য ৩টি, এগুলি আবিষ্কার করা বৈজ্ঞানিকদের জন্য ফরজ হয়ে গেছে।

আমার ব্রেন পাংচার হয়ে গেছে এই তিনটা রহস্য উদঘাটন করতে গিয়ে। যুক্তি ও তথ্য দিয়ে এই রহস্য যিনি উদঘাটন করতে পারবেন তিনি নোবেলও পেতে পারেন।

একটু ক্লু দিচ্ছি: ভারতের পান্জাবের শিখ আন্দোলন দমানোর বিষয়টা সামনে রাখতে পারেন।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File