জামাত বিরোধী হেফাজতের বিরোধী হলো কেন সবাই?
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৬ মে, ২০১৩, ০৯:৪৯:৪৩ রাত
হেফাজতের নেতারা এবং অনুসারীরা জামাত শিবির বিরোধী। একথা তারা নিজেরাই বলেছে। জামাত বিরোধী বলেই আওয়ামী লীগের এক মন্ত্রী হেফাজতের নেতার সাথে সাক্ষাত করতে গিয়েছিলেন, তাঁকে বুঝাতে গিয়েছিলেন। আর এজন্য তাদের প্রথম সমাবেশ আওয়ামীলীগ প্রশংসার সাথে অনুমোদন দিয়েছিল। সমাবেশ শেষে সকল মিডিয়া এবং আওয়ামী নেতারা প্রশংসার বাণী ঝেড়েছিলেন। কিন্তু এবারকার অবরোধে হেফাজত হয়ে গেল ইসলাম দেশ ও জাতির শত্রূ। বিষয়টা কি! তারা শ্লোগান দিয়েছিল আল্লাহর আইনের পক্ষে, ইসলাম বিরোধীদের পক্ষে। ব্যস! খেল খতম। হেফাজত কোরান পুড়িয়েছে, তান্ডব চালিয়েছে, আগুন দিয়ে গরীব হকারদের রিজিক কেড়েছে, ইত্যাদি ইত্যাদি হাজার অভিযোগে অভিযুক্ত হেফাজত। অভিযোগ যারা করছে সেই সব মুখ চেনা ব্যক্তি ও মিডিয়া একইভাবে জামাত শিবিরকে রগ কাটা, সন্ত্রাসী জঙ্গি ইত্যাদি অভিযোগে অভিযুক্ত করে থাকে। এখন ঈমানদার মুসলমানরা যদি বুঝতে পারেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রসূলদের নির্দেশ অনুযায়ি যে সংগঠনই চেষ্টা করবে, তাকে অপবাদ দিয়ে কলংকিত করে হত্যা করে নানা অভিযোগে অভিযুক্ত করে ধংস করার চেষ্টা করা হবে। আর এর সূত্রপাত হয় মুসলিম নামধারী ব্যক্তিদের দ্বারাই। এরা মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম সমাজের সকল সুবিধা গ্রহণ করে মুসলিম হিসেবে পরিচয় দেয় অথচ এরাই আল্লাহর দ্বীনের অর্থাৎ বিধানের ঘোর বিরোধী। এরা মনে করে এরা যা করে সেটাই ইসলাম। কিন্তু এরা জানেনা ইসলাম যা চায় এরা তা নয়। ইমানদার মুসলিম সমাজ থেকে যতদিন এরা নির্মূল না হবে ততদিন ইসলামের বিজয় অর্জিত হবে না।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন