আসুন বিভিন্ন দেশের নাস্তা খেয়ে ব্লগিং করি । ( ছবি ব্লগ।)

লিখেছেন লিখেছেন সিকদারর ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৭:০১ রাত

আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।



বাংগালীর সকালের নাস্তা পান্তা ভাত আর মরিচ।

এখন এই খানা বৈশাখীর ফ্যাশন।



ঘানার মানুষের সকালের নাস্তা সারেন শুধু একটি ডিম আর সাথে এক কাপ কাকাউ দিয়ে৷



প্যারাগুয়ের মানুষের কাছে সকালের নাস্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার ৷ ছবিতে দেখা যাচ্ছে, ঘরে তৈরি খৈ, চিড়া এবং বিভিন্ন ধরনের শষ্যদানা মিশিয়ে দই ও দুধ দিয়ে খায় ৷ সাথে থাকে ফল এবং চা ৷ মাটে চা পাতা (বিশেষ রকমের চা) একটি বিশেষ ধরনের কাপে রেখে গরম পানি ঢেলে দিতে হয় ৷ এই চায়ের পুরো স্বাদ পেতে বিশেষ ধরনের ‘বমবিলা’ নামক অ্যালুমিনিয়ামের স্ট্র দিয়ে পান করতে হয় ৷



থাইল্যান্ডের মানুষের দিন শুরু হয় থাই চালের ভাত খেয়ে ৷ সাথে এক বাটি মাছের স্যুপ, ডিম ভাজি এবং চিংড়ির দিয়ে সবজি ভাজি ৷



ভারতের মানুষের কাছে ইডলি দিয়ে নাস্তা করতে সবচেয়ে বেশি ভালো লাগে ৷ ইডলি তৈরি হয় সেদ্ধ চালের আটা দিয়ে ৷ ভারতীয়দের কাছে আরও বেশি ভালো লাগে যদি ইডলির সাথে নারকেলের দুধ থাকে ৷



নাইজেরিয়ার প্রতিবেশি দেশ নাইজারের মানুষেরা সকালের নাস্তা করেন সুজি, ভাজি করা শিমের কেক, চিনি, রুটি আর এক গ্লাস দুধ দিয়ে ৷



রাশিয়ানদের সকালের নাস্তায় থাকে ঘরে তৈরি রুটি, চকলেট দুধ এবং চা ও মধু ৷



অ্যামেরিকানরা ওয়াফেলের সাথে তাজা ফল দিয়ে সকালের নাস্তা করেন ৷



ব্রাজিল এল সালভাডোরের ঐতিহ্যবাহী খাবার, শিম ভর্তা, টমেটোর সস, গরম ভুট্টার রুটি, কলা ভাজি, পনির এবং কফি ৷



পাকিস্তানিদের সকালের নাস্তা আটার রুটি আর সালাদ।



অস্ট্রেলিয়ানদের সকালের নাস্তায় পাউরুটির ওপর এক ধরনের নোনতা জেলি, যেটাতে যথেষ্ট ভিটামিন বি থাকে । তবে তারা সবচেয়ে বেশি ভালোবাসে গরম গরম পাউরুটিতে মাখন আর জেলি মিশিয়ে খেতে ৷ সেই সাথে অবশ্যই এক কাপ চা ৷ ওদেরকাছে দিন শুরু করার জন্য এটাই সবচেয়ে ভালো নাস্তা ।



সিরিয়ানরা সকালে ঘরে তৈরি রুটি, জলপাই, টমেটো, শষা এবং ধনে পাতা, পুদিনা পাতার মতো বিভিন্ন পাতা মসলা দিয়ে নাস্তা করেন৷ সাথে থাকে বিভিন্ন তাজা ফল ৷



ইন্দোনেশিয়ানদের সকালের নাস্তায় পছন্দ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের লাল চালের ভাত ৷



নেপালীদের সকালের নাস্তায় থাকে তেলে ভাজা পরাটা আর ডাল । তারপর এক কাপ গরম চা।



ইটালিয়ানদের সকালের নাস্তা একটা সিগারেট আর এক কাপ কফি ৷



এ্যারাবিয়ানদের সকালের নাস্তা রুটি ভাজি , ডাল , দই , গাওয়া আর সোলেমানী চা দিয়ে শুরু আর শেষ হয়।



পোল্যান্ডের সকালের নাস্তা ৷ তিন পিস ভুসিযুক্ত রুটি আর সেদ্ধ ডিম ৷ গ্রীষ্মকালে এর সাথে টমেটোর জুস আর আইস কফি ৷



মিশরীয়রা তাদের দিন শুরু করেন ফল, সবজি, শিম, দই, মিষ্টি আলু, রুটি আর কফি পান করে ৷

নেট থেকে সংগ্রহ ।

বিষয়: বিবিধ

৩১৬৫ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182173
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা এগুলো খাই-
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৪
134665
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
হায় হায় করছেন কি ? এগুলাত শীতের পিঠা । বহুত মজার খানা।
182176
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
আহমদ মুসা লিখেছেন : এক নাম্বার আইটেম টা না হলে সকালে আমার চলে না। তবে ওখানে যে একটা মাছের পিস দিয়েছেন ওটা ক্রয় করা আমার পক্ষে সম্ভব না। বর্তমানে এ দেশে গ্রামাঞ্চলের মানুষ ইলিশ মাছ নামে একটা জাত আছে সেটা রূপকথার গল্প হিসেবেই মনে করে। এক পাল্লাতে ইলিশ মাস অন্য পাল্লাতে সম পরিমান ওজনের টাকা উঠালেও ইলিশ মাছটা ক্রয় করা সম্ভব হয় না।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
134895
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
কথাটা আমার মায়ের কাছে শোনা আমার দাদা বলত সকালে যে খায় পান্তা সারাদিন তার শরীর থাকে পানির মত কান্তা।
182177
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম অ রহমাতুল্লাহ।
কাকরাইল মাসজিদে সোলেমানি আর হালিমের কদর খুুউব বেশি।
আর যায়তুনের তেল এর কথা বললেন না ?
এরাবিয়ানদের???
আমি কিন্তু ঐ পান্তা দিয়ে ইলিশ খাবো।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
134896
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
চলে আসুন ।
182178
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
শেখের পোলা লিখেছেন : বিচিত্র নাশ্তার কথা জানা হল৷ বাংলার চাষীরাই শুধু পান্তা খায়৷ বৈশাখী পান্তার সাথে মহামূল্যবান ইলিশ থাকে৷ তার পরেও অঞ্চল ভেদে ভিন্নতা আছে৷ আর ইডলি, ভারতের এক অঞ্চলের খাবার৷ ওখানেও অঞ্চল ভেদে ভিন্নতা আছে৷ কলকাতার আশ পাশে দেখেছি বহু লোক রাস্তায় দাঁড়িয়ে শাল পাতার ঠোঙ্গায় কচুড়ী আর আলুর দম খেয়ে ঘটি উপুড় করে হাঁ করা গালে পানি ঢেলে খেয়ে কাজে দৌড়য়৷ ধন্যবাদ আপনাকে৷
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৬
134810
দ্য স্লেভ লিখেছেন : ১০০% ঠিক Happy
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
134897
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ইডলি দক্ষিন ভারতের খাবার। সহমত।
182180
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy তবে আমার সামনে এখন কয়েকজন বেডে শুয়ে আছেন - যাদের N/G টিউব দিয়ে লিকুইড নাস্তা করাতে হয়...Sad কিন্তু জাপানীদের নাস্তা কোথায়?! Rolling Eyes Chatterbox ঐ যে ঐশী...ঐশী...Smug
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
134914
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
Surprised Surprised তাইতো ভুল হয়ে গেছে।
182183
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
বিন হারুন লিখেছেন :

আমার সকালের নাস্তা.
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৬
134811
দ্য স্লেভ লিখেছেন : খুব পন্দ হল রে ভাই....লোভ সামলাই কি করে...
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৪
134901
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
জিবে পানি এসে গেল। স্বাস্থকর নাস্তা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
134928
বিন হারুন লিখেছেন : وعليكم السلام ورحمة الله চলে আসুন একসাথে নাস্তা করা হোক.
182195
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫২
হুদাই প্যাচাল বাক্স লিখেছেন : অনেক ভাল লাগলো । আগ্রহ নিয়েই পড়া শুরু এবং শেষ করলাম । তবে নাস্তা করা হয়নি । এখন যে রাত দুপুর
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
134902
সিকদারর লিখেছেন : হুদাই প্যাচাল পাইরেননাত তাড়াতাড়ি নাস্তা খাইয়া লন। রাইত দুপুরের কথা কইয়া বাঁচতে পারবেন না।
182198
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৬
সজল আহমেদ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম।
ভাল লেগেছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
134903
সিকদারর লিখেছেন : আল্-হাম্-দুলিল্লাহ !
182200
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক কিছু জানা হলো, অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৮
134768
বৃত্তের বাইরে লিখেছেন : শুধু জানলেন!খাননি কেনHappy
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
134904
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ । শুধু জানলেই হবে নাস্তা খাননি কেন?
১০
182210
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
প্রবাসী মজুমদার লিখেছেন : মিছে লোভ দেখিয়ে মনের কষ্টটা যেন বাড়িয়ে দিলেন। ধন্যবাদ। দেখে ভাল লাগল্।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
134905
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আমার ব্লগে আপনি বোধহয় এই প্রথম। খুব ভাল লাগছে আপনাকে দেখে । দোয়া করবেন। ছবিতে আপনার চেহারাটা দেখতে অনেকটা আমার দুলাভাইয়ের মত। তাই কেমন যেন আপন আপন মনে হয়। দোয়া করবেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
134941
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার আসল নাম কি। আর দুলাভাইয়ের নাম কি। ধন্যবাদ আপন ভেবে রাখার জন্য।
১১
182217
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২০
আলোর আভা লিখেছেন :


আপনার জন্য সুইডিস সকালের নাস্তা ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৭
134813
দ্য স্লেভ লিখেছেন : নাহ এসব খাব না...পান্তা,আলুভর্তা,ইলিশ...
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
134906
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ
নাহ্ এসবে আমার পোষাবে না । দুনিয়া যেদিকে যাক সকালের নাস্তায় আমার রুটি লাগবেই।
১২
182226
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৮
ফেরারী মন লিখেছেন : চমৎকার লাগলো। দারুণ দারুণ সব নাস্তার সমাহার
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
134907
সিকদারর লিখেছেন : দাওয়াত রইল।
১৩
182231
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৮
মুমতাহিনা তাজরি লিখেছেন : খুব ভালো লাগলো
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
134908
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ । দেখতে না খেতে ?
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
134980
মুমতাহিনা তাজরি লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।খাওয়া গেলে তো খাইতামCrying Crying আপনিতো দেখার জন্য দিয়েছেন।
১৪
182245
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু মজা আর মজা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
134909
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
দেখতে মজা না খেতে মজা বললেন নাত ।
১৫
182261
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৭
আমি চাঁদপুরি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ অনেক ধন্যবাদ স্বাগতম
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
134910
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ । জাজাকাল্লাহু খায়রান।
১৬
182263
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩০
বৃত্তের বাইরে লিখেছেন : আজ আমার সহকর্মীদের সবাইকে পান্তা-ইলিশ খাওয়াবো ঠিক করেছি। কিন্তু ইলিশ যে এক টুকরা Worried Angel
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
134911
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
Surprised Surprised তাইতো । এখন কি করা যায় ?
১৭
182265
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৪
পবিত্র লিখেছেন : ভালো লাগলো Happy
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
134912
সিকদারর লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
১৮
182277
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লাল চা নেই কেন ? আমি চা পছন্দ করি । ভালো লাগলো
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
134916
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান। দেশে আসলে ইনশাল্লাহ খাওয়াব।
১৯
182331
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৮
দ্য স্লেভ লিখেছেন : নেপালী আর এরাবিয়ান নাস্তা আমার দারুন লাগল। আর পান্তা তো গ্রাম থেকেই উঠে গেছে। এই মুহুর্তে পান্তা ভাত খেতে ইচ্ছা করছে
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৪
134917
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ফাস্ট ফুডের ধাক্কায় এখন দেশীয় অনেক খাবারই নাই। আপনাকে ধন্যবাদ।
২০
182346
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০৪
রাইয়ান লিখেছেন : অস্ট্রেলিয়ানদের অনেকের আবার ব্রেকফাস্ট সিরিয়াল না হলেও চলেনা ,

২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
134919
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
জেনে ভাল লাগল । নাস্তা করেছেন ত?
২১
182424
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কোনটা রেখে কোনটা খাই! Eat Eat
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
134920
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
দেশেরটাই খান । এতে আল্লাহ চাহেত আপনার মুখের স্বাদ ফিরেও আসতে পারে।
২২
182465
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : প্রথম নাস্তাটা খুবই দামী ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
134922
সিকদারর লিখেছেন : বর্তমানে দূর্লভও।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৬
134925
হতভাগা লিখেছেন : মোটেই দূর্লভ নয় । চাহিদা মত টাকা ঢাললেই মিলবে ।
২৩
182891
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম ছবিটা খাই মাঝেমাঝে তবে মাছটা বাদ দিয়া। তার বদলে গুরু ভুনা মাঝেমধ্যে। না পইলে পিয়াজমরিচই ভরসা।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
135388
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি সকালে ভাত খেতে পারি না । তাই রুটি খাওয়া হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File