ভেবেছিলাম লিখব না একটি আত্মহত্যার কাহিনী ।

লিখেছেন লিখেছেন সিকদারর ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৫:০৫ রাত



ভেবেছিলাম লিখব না । কিন্তু এই মাত্র রাত আটটা উনচল্লিশ মিনিটে লাশটা যখন খাটিয়ায় করে আমার দোকানের সামনে দিয়ে নিয়ে গেল তখন ভেজা চোখে কি বোর্ডটা টেনে লিখতে শুরু করলাম।

সকালে সাড়ে এগারটায় দোকানে এসে কিছু দোয়া কালাম পড়ে দোকানে বসলাম । কিছুক্ষন পর কম্পিউটারটা চালু করা দৈনিক আজাদী আর আমাদের দেশ পত্রিকা পড়ছিলাম । এই সময় সিএনজি করে আমার এক বন্ধু এল । ও গাড়ি থেকে না নেমেই আমাকে বলল " যাবি ? "

" কোথায় "

" খোকন ভাইয়ের মেয়ে আত্মহত্যা করেছে । "

আমি আর কিছু না বলে তাড়াতাড়ি কম্পিউটারটা বন্ধ করে সি এন জিতে উঠলাম।

থিতু হয়ে বসে প্রশ্ন করলাম "কি হয়েছিল ? "

" যৌতুক। "

" কেন বিয়ের সময় দেয় নাই ?"

" দেয় নাই মনে হয় । কারন মেয়েটা কয়েকদিন আগে খোকন ভাইকে বলেছিল " বাবা তুমি খাট আর কয়েকটা ছোটখাট ফার্নিচার দিলে আমি ওদের অত্যাচার থেকে বেঁচে যাই ।"

খোকন ভাই তখন বলেছিল " দিব মা দিব ।"

কিন্তু খোকন ভাই বেচারা গরীব সরল-সিধা মানুষ । ডিশের ভাড়া তুলার চাকরি করে । কয় টাকাইবা বেতন পায় । সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা । তারপর মেয়ের বিয়ের সময় ছেলে পক্ষ চালাকি করে স্বর্ণ সব মেয়ে পক্ষের উপর তুলে দিয়েছে সাথে তিনশত বর যাত্রীর আপ্যায়ন । তখন ছেলে পক্ষ বলেছিল আপনারা এই দিলে আমরা আর কিছু চাইব না । কিন্তু বিয়ের কয়েক মাস পরই ছেলে , ছেলের মা-বাবা ও এক অবিবাহিত বোন মিলে শুরু করে অত্যাচার । প্রথমে ল্যাপটপ তারপর খাট ওয়্যারড্রব ও অন্যান্য ফার্নিচার। এই নিয়ে অত্যাচারে মাত্রা বাড়তে থাকে। এর মধ্যে মেয়েটি একবার আত্মহত্যা করার চেষ্টা করে তখন ছেলে পক্ষের বাধায় সে সফল হতে পারেনি । এরপর ও ছেলে পক্ষের যৌতুকের জন্য অত্যাচার একটুকুও কমেনি । অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে আজ সকালে ২১ বছরের মেয়েটি গলায় দড়ি দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ছাড়তে বাধ্য হল।

পাঠক একটি মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তখন তার চোখে যেমন অজানা এক ভয় থাকে তেমনি থাকে ভবিষ্যত জীবনের রংগীন স্বপ্ন । একটি সুন্দর সংসার হবে । স্বামির ভালবাসায় ঘর জুড়ে আসবে নতুন অতিথি । তার কচি কন্ঠের মা মা ডাকে আনন্দে ভরিয়ে তুলবে তার সুখের ঘর। কিন্তু সব স্বপ্নই যখন ভেংগে চুরমার হয়ে যায় যৌতুকের করাল গ্রাসে তখন সেই অবলা মেয়েটি আশ্রয় খুজে নেয় আত্মহ্যার ছায়া তলে।

যদিও তা আমাদের কারও কাম্য নয়।

বিষয়: বিবিধ

১৯৬৭ বার পঠিত, ৪৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179533
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
আবু ফারিহা লিখেছেন : এসব যৌতুকের দাবীদার স্বামী, শ্বশুর ও ননদদের উচিত শিক্ষার জন্যে আইন পাশ করা দরকার। আল্লাহ আপনার খোকন ভাইকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুক।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
132522
বিন হারুন লিখেছেন : সহমত
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
132811
হতভাগা লিখেছেন : আইন আছে '' নারী ও শিশু নির্যাতন দমন আইন ''
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
132957
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমিন।
179534
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
বিন হারুন লিখেছেন : ক্ষণিকের পৃথিবীতে আত্মহত্যা করা কিছুতেই ঠিক নয়, এটি ইসলাম সমর্থন করে না.
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
132958
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
সত্য বলেছেন।
179539
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
শিকারিমন লিখেছেন : খুব ই দুক্ষজনক, মর্মান্তিক। কিন্তু আত্মহত্যা সে তো মহা পাপ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
132960
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
তারপরও মানুষ তাই করে ।
179551
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
পবিত্র লিখেছেন : Sad Sad Broken Heart Broken Heart
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
132961
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
শুধু হৃদয় নায় জীবনটাও শেষ হয়ে যায়।
179554
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক দুঃখজনক! আর কত এভাবে...
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
132962
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
যতদিন মানুষের ভিতর দ্বীনের পরিপূর্ণ জ্ঞান না হবে ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৬
133059
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ
179566
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক দুঃখজনক। আত্মহত্যা গুনাহ কিন্তু এই মেয়েটির আত্মহত্যার পিছনে কিছু কারন অাছে যার জন্য দায়ি কিন্তু সমাজ। তার স্বামির পরিবারকে সামাজিকভাবে বয়কট করা উচিত।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
132963
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
সহমত।
179571
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
আহমদ মুসা লিখেছেন : খুবই আফসোস ও দূভার্গ্যের বিষয়। যখন আপনি এই ঘটনার বর্ণনা লিখতেছিলেন তখন বাহার ভা্ইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। কথা প্রসঙ্গে আপনার কথাও হচ্ছিল।
আমাদের সমাজ যৌতুকের এই অভিষাপ থেকে কখন মুক্তি পাবে জানি না। মানুষ বিয়ে শাদীতে ইসলামী শরীয়াহর হুকুম আহকামকে গুরুত্ব দেয়ার পরিবর্তে তথাকথিত যুগের সাথে তাল মিলানোর ভাওতাবাজীর স্লোগান তুলে যেভাবে পুরাতন সামাজিক রসমের সাথে নিত্য নতুন উদ্ভট ও অযৌ্ক্তিক রীতি রেওয়াজ চালু হয়েছে তাতে সমাজের ধনী ও স্বচ্চল পরিবারের বিলাসীতাপূর্ণ উপহারদীর আদান প্রধানের প্রভাবটা অত্যন্ত নেতিবাচক ও বিকৃতভাবেই পড়েছে সমাজের আর্থিকভাবে পিচিয়ে পড়া হতদরিদ্র মানুষগুলোর উপর। অথচ উপহারাদি দেয়া বা নেয়ার ক্ষেত্রে যে সুন্নাতী রেওয়াজ মুসলিম সমাজে চালু হওয়ার কথা ছিল তা না হয়ে বিলাসীতায় পরিনত হয়েছে। স্বচ্চল ধনী লোকগুলো বিয়ে শাদীর ক্ষেত্রে যে পরিমান অপচয় করে থাকেন তা সম্পূর্ণ সুন্নাতী নিয়মের পরিপন্থী। উপহারাদি দেয়ার ক্ষেত্রে যেমন বিলাসিতা তেমনি নেওয়ার ক্ষেত্রেও বিলাসিতাই প্রকাশ পায়। এক্ষেত্রে সামান্যতমও সুন্নাহর অনুকরণ ও অনুসরণ করা হয় না। ধনীদের বিলাসিতা গরীবদের উপর তা যৌতুকের অভিষাপ নিয়েই যেন আবির্ভূত হয়।
আলোচ্য খোকন ভাইয়ের হতভাগা মেয়েটি আজ শাশুরবাড়ীর লোকজনের অত্যাচার যহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেচে নিয়েছে। এর পেছনে কি শাশুরালয়ের লোভী লোকগুলোর অত্যাচারই দায়ী? নাকি আরো কোন বিষয়ে গভীরভাবে চিন্তা ও সামাজিক বিপর্যয়ের কথা বিবেচনা করা উচিত?
আমার তো মনে হয় এখানে এককভাবে শাশুরালয়ের লোকজনকে দায়ী করলে এসব সমস্যার মূলে যাওয়া যেমন সম্ভব না তেমনি এর সহজ কোন সমাধানেও আসা সম্ভব না। এখানে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের আত্মশুদ্ধি ও বিবেগের মরিচা ধুর করার ওষধ প্রয়োগ করতে হবে আগে।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
132967
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আপনার মূল্যবান মন্তব্যের সাথে সহমত।
179576
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
বাকপ্রবাস লিখেছেন : মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ তুমি বোনটিকে একটু ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখো আর খুনিদের উচিত শাস্তি তুমি দুনিয়াতেই দেখিয়ে দিও
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
132969
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমিন।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
132979
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম
179589
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১১
শেখের পোলা লিখেছেন : স্বামী ও শ্বশুর শাশুড়ির প্রকাশ্যে ফাঁসী চাই৷ আর এর পুনাবৃত্তি চাইনা, তার নিশ্চয়তা চাই৷
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
132996
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আপনার শ্লোগানের সাথে সহমত।
১০
179604
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৯
অজানা পথিক লিখেছেন : আল্লাহ তুমি বোনটিকে একটু ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখো আর খুনিদের উচিত শাস্তি তুমি দুনিয়াতেই দেখিয়ে দিও
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৮
132997
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমিন Praying Praying
১১
179646
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
সাদাচোখে লিখেছেন : বাংলাদেশে মেয়েদের সুরক্ষার নামে পুরুষ হয়রানীর জন্য যে পরিমান বৈষম্যমূলক আইন আছে - অফিশিয়ালী বাংলাদেশের কোন পুরুষ ও তার পরিবার আত্মহত্যা করতে না চাইলে কোন মেয়েকে ঘাটাবার কথা না।

তারপর ও এসব হচ্ছে - তার মূল কারন আমরা ট্রু টিচিং হতে সরে গিয়ে - দুনিয়াকে বড় বেশী আকড়ে ধরেছি - এবং সেই দুনিয়াকেও ভাল ভাবে জানতে চাইছি না কিংবা পারছি না।

আমরা এমন খবরে কষ্ট পাবো - যেমন করে এক একটা এক্সিডেন্ট এ কষ্ট পাই - কিন্তু এর নিবারন নেই। কারন অনেক পথা মাড়িয়ে আমরা পয়েন্ট অব নো রিটার্নে পৌছে গেছি। আমরা চাইলে শুধু পারি সচেতন হয়ে এর রাশ টেনে ধরতে।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
132999
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। অবশ্যই আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিৎ।
১২
179649
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : প্রতিটি ধর্মগ্রন্থেই আত্মহত্যাকে সীমালংঘন হিসাবে গণ্য করা হয় কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি মানসিকভাবে দূর্বল করে ফেলে যা থেকে মুক্তি পেতে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। দেখা যায়,একজন নারী তার কাছের মানুষ দ্বারাই বেশি নিপীড়িত হচ্ছে। নারীরা যেহেতু বেশি নির্যাতনের শিকার হয় তাই আত্মহত্যার ঘটনাগুলো নারীদের মধ্যেই ঘটছে বেশি। তাই একজন নারী যখন আত্মহত্যা করে সেটাকে কোন একজন ব্যক্তির সমস্যা হিসেবে না ভেবে এটাকে একটা সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা উচিত। যেসব কারণে নারীরা আত্মহত্যা করছে সেই কারণগুলো চিহ্নিত করে তা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে গণসচেতনতাই এসব দুর্ঘটনা রোধ করতে পারে।

খারাপ লাগলো পড়ে। সহানুভূতি রইলো পরিবারটির প্রতি।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
133000
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
দোয়া করবেন।
১৩
179657
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩৬
রাইয়ান লিখেছেন : খুবই দু:খজনক ঘটনা। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হোক , কিন্তু মেয়েটিও যদি ঘুরে দাঁড়িয়ে লড়াই করত !
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
133001
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ছোট মেয়ে বুঝতে পারেনি।
১৪
179666
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৭
তহুরা লিখেছেন :
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
133002
সিকদারর লিখেছেন : হায় হায় এইটা কি।
১৫
179667
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৯
তহুরা লিখেছেন : শালীর মাইরে যৌতুক লোভী দুলা ভাই আহত । হাহাহাহা
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
133003
সিকদারর লিখেছেন : দুলাভাই? না পুরান ডার্লিং ।
১৬
179683
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : দুঃখজনক। যৌতুক না দেয়ার কারণে বাংলাদেশের মেয়েদের আরও কত যে অত্যাচারিত হতে হবে!!! আইনের যথাযথ প্রয়োগ না হওয়াই এই এইসব খুন, আত্মহত্যার পথকে সহজ করে দেয়। ধন্যবাদ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
133005
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
স হমত।
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৩
133093
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহPraying


আমাদের সবার সালাম দেয়ার অভ্যাস গড়ে তোলা খুব প্রয়োজন। ধন্যবাদ সিকদার ভাই।
১৭
179832
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
আলোকিত ভোর লিখেছেন : Sad Sad Sad
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
133006
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ধন্যবাদ।
১৮
179990
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব কষ্ট লাগলো Sad Sad ধিক্কার জানাই যৌতুক প্রথাকে।
আমি যৌতুক কে ঘৃণা করি।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
133007
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
যৌতুক সমাজের অভিশাপ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
133008
ইমরান ভাই লিখেছেন : যৌতক বা পণ প্রথা হিন্দুদের এটা মুসলমানের কাজ হতেই পারে না।
সাবাস হারি এইনা আমার ভাই।
Love Struck Love Struck
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫১
133019
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলইকুমাস-সালাম, সিকদারর ভাইয়া।



ইমরান দাদা Love Struck Tongue Love Struck Tongue
১৯
180037
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৩
আওণ রাহ'বার লিখেছেন : একদিন আমার এক উস্তাদ বলেছিলেন আমার বিয়েতে আমি একটুকরা সুতাও নেইনি।
ঐ দিনই এ কথাটি হৃদয়ে গেঁথে গিয়েছিলো উস্তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেই এই যৌতুককে ধিক্কার এবং থুথু জানাই।
আল্লাহ আমাদের যৌতুকের অভিশাপ থেকে রক্ষা করুন। আমিন
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩১
133444
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমিন।
২০
180546
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আল্লাহ্‌ বলেছেন, ‘তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কোর না’ (সূরা বাক্কারাঃ আয়াত ২০৮)। আমরা কি পরিপূর্ণভাবে তাঁর নিয়ম মেনে চলছি? তাহলে পরিপূর্ণ শান্তি লাভ করব কি করে? বিয়ের ক্ষেত্রে কতগুলো বিজাতীয় সংস্কৃতির অনুসরন করে আমরা বিয়েকে এত কঠিন এবং অমানবিক করে ফেলেছি যে এখন বিয়ের চেয়ে প্রেম বেটার অপশন হয়ে দাঁড়িয়েছে। বিয়ে দিলেও বিয়ে টিকছেনা কিংবা পরিণতি হচ্ছে এমন। এই সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাওয়া সম্ভব নয় যতদিন আমরা হাফ মুসলিম থাকব।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩২
133445
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আপনার বক্তব্যর সাথে পরিপূর্ণ সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File