অদ্ভুত এক ফুল !!!

লিখেছেন লিখেছেন সিকদারর ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩০:১৯ সন্ধ্যা

ফুলের সুবাস কে না ভালবাসে । বাড়ির পাশে যদি থাকে গোলাপ ফুলের বাগান । সেই গোলাপের ঘ্রাণে মাতোয়ারা হয় বাড়ির সবাই আর আগত অতিথি জন। জানালার পাশে যদি থাকে হাস্নাহেনা গাছ রজনীতে তার ঘ্রাণে নাকি চলে আসে সাপ।

আজ এখানে যে ফুলের কথা বলব ঘ্রাণে নয় সে তার রুপে মানুষকে পাগল করেছে । বিশেষ করে পুরুষদের । কোন ফুল যে এমন যৌন আবেদনময়ি ও প্রেমিক হতে পারে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না । তার রুপত রুপ নয় যেন কোন প্রেমিকা নারীর আবেগি আহ্বান । ফুলটিকে দেখা মাত্রই আপনার চুমু খেতে ইছছা হবে । কারন ফুলটিকে দেখা মাত্রই আপনার মনে হবে সে আপনাকে চুমু খাওয়ার জন্য আহ্বান করছে।



এই ফুলটি দক্ষিণ আমেরিকার পানামা , ইকুয়েডর , কলম্বিয়া , ও কোস্টারিকায় দেখতে পাওয়া যায়। ফুলটির নাম হুকারস লিপ , হট লিপস । এর বৈজ্ঞানিক নাম সাইকোট্রিকা এলাটা ।



যে ফুলটিকে চুমু ফুল হিসেবে দেখা হয় আসলে সেটি ফুলের মুল অংশ নয় । এর মুল অংশ থাকে একটু ভিতরের দিকে । এটির রঙ সাদা ।



তথ্য সুত্রঃ নেট হতে ।

বিষয়: বিবিধ

২৮৫৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178555
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
132490
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
178563
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
নূর আল আমিন লিখেছেন : কুপ চুন্দর
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
132491
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
178571
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
শিকারিমন লিখেছেন : সিরাম.........
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
132492
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
178588
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন ফুল! আমারও চুম দিতে ভুল হবে না...
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
132493
সিকদারর লিখেছেন : সেটা কি ঠিক হবে ?
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
132497
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফুলকে কি চুম দেওয়া যায় না?
178617
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
132494
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
178622
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অদ্ভুত!!!
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
132495
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
179177
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৮
আহমদ মুসা লিখেছেন : পড়লাম। কোন মন্তব্য করতে পারছি না। তবে আপনাকে ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
132496
সিকদারর লিখেছেন : ধন্যবাদ।
185818
০৩ মার্চ ২০১৪ রাত ০১:১৩
কোহেলি লিখেছেন : সুন্দরররররররররররররর।
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৩
137831
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ব-হু-দি-ন পর এলেন । ছিলেন কোথায় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File