অদ্ভুত এক ফুল !!!
লিখেছেন লিখেছেন সিকদারর ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩০:১৯ সন্ধ্যা
ফুলের সুবাস কে না ভালবাসে । বাড়ির পাশে যদি থাকে গোলাপ ফুলের বাগান । সেই গোলাপের ঘ্রাণে মাতোয়ারা হয় বাড়ির সবাই আর আগত অতিথি জন। জানালার পাশে যদি থাকে হাস্নাহেনা গাছ রজনীতে তার ঘ্রাণে নাকি চলে আসে সাপ।
আজ এখানে যে ফুলের কথা বলব ঘ্রাণে নয় সে তার রুপে মানুষকে পাগল করেছে । বিশেষ করে পুরুষদের । কোন ফুল যে এমন যৌন আবেদনময়ি ও প্রেমিক হতে পারে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না । তার রুপত রুপ নয় যেন কোন প্রেমিকা নারীর আবেগি আহ্বান । ফুলটিকে দেখা মাত্রই আপনার চুমু খেতে ইছছা হবে । কারন ফুলটিকে দেখা মাত্রই আপনার মনে হবে সে আপনাকে চুমু খাওয়ার জন্য আহ্বান করছে।
এই ফুলটি দক্ষিণ আমেরিকার পানামা , ইকুয়েডর , কলম্বিয়া , ও কোস্টারিকায় দেখতে পাওয়া যায়। ফুলটির নাম হুকারস লিপ , হট লিপস । এর বৈজ্ঞানিক নাম সাইকোট্রিকা এলাটা ।
যে ফুলটিকে চুমু ফুল হিসেবে দেখা হয় আসলে সেটি ফুলের মুল অংশ নয় । এর মুল অংশ থাকে একটু ভিতরের দিকে । এটির রঙ সাদা ।
তথ্য সুত্রঃ নেট হতে ।
বিষয়: বিবিধ
২৮৫৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব-হু-দি-ন পর এলেন । ছিলেন কোথায় ?
মন্তব্য করতে লগইন করুন