এই পোষ্টটা যাদের ইউপিএস নাই , অথবা ইউপিএসটা নষ্ট বা যে কোন সমস্যার কারনে কম্পিউটার , ল্যাপটপ হঠাৎ মাঝে মাঝে শাট ডাউন হয়ে যায় তাদের জন্য । ( টেকনিক্যাল পোষ্ট )
লিখেছেন লিখেছেন সিকদারর ২০ অক্টোবর, ২০১৩, ০২:১৯:০১ দুপুর
আসসালামু আলাইকুম ।
প্রিয় ব্লগারগন এটি আমার টেকনিক্যাল পোষ্ট । এই পোষ্টটা যাদের ইউপিএস নাই , আপাতত ইউপিএসটা নষ্ট বা যে কোন সমস্যার কারনে কম্পিউটার , ল্যাপটপ হঠাৎ মাঝে মাঝে শাট ডাউন হয়ে যায় তাদের জন্য । আপনি ফেসবুক বা ব্লগে কোন পোস্ট করছেন বা আপনার প্রিয়জনের পোষ্টে মন্তব্য করছেন । মনের মাধুরী মিশিয়ে ইনিয়ে বিনিয়ে একটি পোষ্ট বা মন্তব্য লেখা প্রায় শেষ করে এনেছেন। এখনও আপনার লেখা পুরোপুরি শেষ হয়নি । এমন সময় আপনার হার্টের কয়েকটা বিটকে আঘাত করে হঠাৎ বিদ্যুৎ মহাজন চলে গেল।
তখন আপনার অবস্থাটা কি হয় ভাবুনতো । হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আপনার অর্ধেক লেখা বা মন্তব্যর ডাটা হারিয়ে গেছে। এখন আবার প্রথম থেকে শুরু করতে হয় যা খুবই বিরক্তিকর । আপনাদের এই বিরক্তিকর সমস্যার সমাধান করতে আমার এই পোষ্ট। এই সাইটে LAZARUS যেয়ে
ফায়ারফক্স এর জন্য Firefox
গুগল ক্রোমের জন্য:Google Chrome
সফটওয়্যারটি ডাউনলোড করুন, তারপর আরামে লিখুন। এখন বিদ্যুৎ গেলেও কোন সমস্যা নাই । আপনার লেখা যেখানে শেষ হয়েছিল, সেখান পর্যন্ত আপনার কম্পিউটারে সেভ থেকে যাবে । এরপর যখন বিদ্যুৎ আসবে তখন যেই পেইজে লিখছিলেন সেই পেইজে মাউস রেখে ডান বাটন টিপলেই দেখতে পাবেন
recover text
recover from
এই দুইটির যে কোন একটি টিপলেই আপনি আপনার কাংখিত লেখা পেয়ে যাবেন । তাহলে এবার ডাউনলোড করে নিন ।
আস্সালামু আলাইকুম ।
বিষয়: বিবিধ
২৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন