বন্ধু মানে ।

লিখেছেন লিখেছেন সিকদারর ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:২৬:১৭ রাত



বন্ধু মানে যখন দেখা তখন অনেক আলাপন।

বন্ধু মানে দুষ্টুমি আর খুনসুটির অনেক জ্বালাতন।

বন্ধু মানে ভাদর কালের এই রোদ এই মেঘ ।

বন্ধু মানে পাহাড়ি বন্যার বাধ ভাংগা আবেগ।

বন্ধু মানে শরৎ সমীরণে নৃত্যরত সফেদ কাশ বন ।

বন্ধু মানে মনের আগল খুলে দেওয়ার কঠিন আপনজন।

বন্ধু মানে এক কাপ চায়ের আধেক ভাগাভাগি ।

বন্ধু মানে রিক্সা ভাড়া নিয়ে অনেক রাগারাগী ।

বিষয়: বিবিধ

২২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File