একটি পোষ্টের মন্তব্য পাঠক ও লেখকের প্রশ্ন উত্তর । যেমন কুকুর তেমন মুগুর।
লিখেছেন লিখেছেন সিকদারর ২৪ এপ্রিল, ২০১৩, ১২:৪০:০৭ দুপুর
১. ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: বিক্রিতো হয়েই গাছেন আর নতুন করে কি বিক্রি হবেন উনারা?
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
লেখক বলেছেন: হ্যাঁ, হয়েছেন। তবে আল্লাহর কাছে। কারণ মুমিনরা শুধু আল্লাহর কাছেই বিক্রি হয়।
"আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য। " (আল-কুরআন, সূরা তাওবাহ, আয়াত- ১১১)
২. ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
আমার প্রতিকৃতি বলেছেন: "সমকাল :১৩ দফা দাবি মেনে নেওয়া হলে কি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সামনে আনবেন আপনারা?"-আল্লামা শফী এই প্রশ্নের উত্তর এরিয়ে গেলেন কেন...???
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
লেখক বলেছেন: উনারা বারবার বলছেন কোন রাজনৈতিক বিষয় নিয়ে তারা আন্দোলন করছেন না। তারপরও একই প্রশ্ন ! যুদ্ধাপরাধের বিচারের রায় হলে 'গনজাগরণ' মঞ্চ কী 'ইসলামী রাষ্ট্র' কায়েমের জন্য আন্দোলন করবে ? জবাব চাই।
( সামু হতে কপি পেষ্ট )
Click this link
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন