কিসের এত ভয়?

লিখেছেন লিখেছেন সাগর কন্যা ১৭ জুলাই, ২০১৪, ১২:৫৬:২২ রাত

রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, "কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মুসলমানেরা ইহুদীদের সাথে লড়াই করবে। তারা (মুসলমানেরা) ইহুদীদেরকে হত্যা করবে। ইহুদীরা পাথর খণ্ড ও গাছের আড়ালে লুকাবে। তখন পাথর ও গাছগুলি বলবেঃ হে মুসলিম! এই যে ইহুদী আমার পিছনে। এসো, ওকে হত্যা করো।" (সহীহ মুসলিম

)

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245325
১৭ জুলাই ২০১৪ রাত ০২:০২
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ওরে মুসলিম জাতি তোমরা
শোন দিয়ে মন,
তোমরা হলে বীরের জাতি
অহংকারের ধন।
থেকো না আর নিলয় বসে
করো না আর হেলা,
এখনিতো জেগে ওঠার
তোমার আসল বেলা।
245355
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৩
245424
১৭ জুলাই ২০১৪ সকাল ১১:৩৮
সাগর কন্যা লিখেছেন : কোন কালে নিচুঁ হয়নিকো মুসলমানের শীর
এখন কেন এমন হবে জেগে ওঠ হে বীর।
(আন্তরিক মোবারকবাদ পড়ে মন্তব্য করার জন্য)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File