ভাবি ও বুজি ==========সাগর কন্যা
লিখেছেন লিখেছেন সাগর কন্যা ১১ ডিসেম্বর, ২০১৩, ০৮:১২:১৩ রাত
এক আছে ভাবি আর এক আছে বুজি
দুজনের মাঝে আমি বাংলাদেশ খুঁজি।
বুজি আছে ক্ষমতায়,রাজপথে ভাবি
বুজিকে হটাতে হবে একটাই দাবি।
ভাবি এই দাবি নিয়ে সোচ্ছার আজ
দুজনের কপালে চিন্তার ভাঁজ।
দুজনে খেলছে মাঠে,খেয়ে খিলিপান
কেহ কারে নাহি ছারে সমানে সমান।
দেশের বারোটা বাজে লাশ পরে কত
ভাবি বুজি খেয়ে যায় নিজেদের মত।
দেশ নিয়ে ভাবনার সময় তো নেই
ক্ষমতায় যেতে হবে চাওয়া একটাই।
হরতাল অবরোধ দেশটা অচল
গনতন্ত্রের চাকা কে করিবে সচল?
বিশ্ব বেহায়া নাঁচে বুজি দেয় তাল
ভাবির হুংকারে হয় দেশটা অচল।
সাধারন মানুষের আজ বড়ই দুর্ভোগ
ভয়ের সঙ্গে হয় টেনশন যোগ।
আমি কি এই দেশ করেছি স্বাধীন?
সাপ নিয়ে ভাবি বুজি বাজাবে বীন।
বীনের সুরেতে সাপ ফনা তুলে আর
বিষ ছুয়ে দেশটাকে করে ছারখার।
ভাবি বুজি আর কত লাশ আর লাশ?
দেশবাসি দুজনের নয় সেবাদাস।
বিষয়: বিবিধ
১৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন