মাহমুদ আব্বাস ফিলিস্তিনের শেখ হাসিনা।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৭ জুলাই, ২০১৪, ১২:৪৯:১৭ রাত
"যতদিন ঈসরাঈলের উপর হামাসের রকেট নিক্ষেপ বন্ধ হবে না ততদিন ফিলিস্তিনের উপর ঈসরালের আক্রমন বৈধ" - ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
কি মাথা ঘুরে গেল? এভাবেই মুসলমান নামধারি শয়তান গুলারে সবখানেই পাবেন।
তবে আমাদের দূর্ভাগ্য হলো আমাদের হামাস নেই যারা ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিতে পারতো আর পারতো হাসিনার গালে লাগাম লাগাতে।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শোন দিয়ে মন,
তোমরা হলে বীরের জাতি
অহংকারের ধন।
থেকো না আর নিলয় বসে
করো না আর হেলা,
এখনিতো জেগে ওঠার
তোমার আসল বেলা।
প্রেসিডেন্ট হয়ে তিনি নিশ্চয়ই দেশে থাকেন ? তাহলে তো উনাকে মারাও ইসরায়েলীদের জন্য বৈধ !
মন্তব্য করতে লগইন করুন