তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর।

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৭ জুলাই, ২০১৪, ১২:০৭:৪১ রাত



আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ । -সুরা আল আ'রাফঃ ১৭৯

ইহুদীদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির ঘোষণাঃ

আর সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে, অবশ্যই কেয়ামত দিবস পর্যন্ত ইহুদীদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল, দয়ালু।--সুরা আল আ'রাফঃ ১৬৭-

আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতিত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গযব। ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এজন্যে যে, ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ, ওরা নাফরমানী করেছে এবং সীমা লংঘন করেছে।-আলে ইমরানঃ ১১২



মুসলিম দেশগুলো ইসরাইলের সাথে কোন বন্ধুত্ত রাখতে পারবেনাঃ

গোটা মুসলিম উম্মাহ, আরব লীগ, ওআইসি, সাউদী আরব, মিশর, আরব আমিরাত, কাতার, সিরিয়া, জর্ডান,ইরাক, মরক্কো,ইয়েমেন,উমান যদি এই আয়াতগুলো মেনে চলতো, তাহলে- তারাই পৃথিবীর নেতৃত্ত দিত। আহারে! মসজিদ সমূহে তারাবীহর নামাজে আয়াতগুলো পড়ছে কিন্তু কোরআন বুঝার ও মানার খবর নাই!!! ঘুরেফিরে ইসরাইলের বন্ধু।

হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।-সুরা আল মায়েদাঃ ৫১

বস্তুতঃ যাদের অন্তরে রোগ রয়েছে, তাদেরকে আপনি দেখবেন, দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে( মানে ইহুদী- খৃষ্টানদের সাথে সম্পর্ক রাখে) প্রবেশ করে। তারা বলেঃ আমরা আশঙ্কা করি, পাছে না আমরা কোন দুর্ঘটনায় পতিত হই। অতএব, সেদিন দুরে নয়, যেদিন আল্লাহ তা'আলা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে কোন নির্দেশ দেবেন-ফলে তারা স্বীয় গোপন মনোভাবের জন্যে অনুতপ্ত হবে। -সুরা আল মায়েদাঃ৫২

যারা মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য। -আন নিসাঃ ১৩৯



BBC=British Betraying Channel

BBC=British Brainwashing Channel

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245309
১৭ জুলাই ২০১৪ রাত ০১:০৬
সন্ধাতারা লিখেছেন : It is a fantastic post for getting good lessons. Jajakalla khair.
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৫
190592
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : Zajakallah khair For inspiring me
245313
১৭ জুলাই ২০১৪ রাত ০১:২৭
সবুজেরসিড়ি লিখেছেন : সুন্দর লিখেছেন . . .
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৫
190593
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : Zajakallah khair For inspiring me
245365
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৭
শেখের পোলা লিখেছেন : এ জন্যই আসুন কোরআন বোঝার চেষ্টা করি ও প্রচার করি৷
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৬
190595
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : Zajakallah khair For inspiring me
245381
১৭ জুলাই ২০১৪ সকাল ০৬:২২
কথার_খই লিখেছেন : অসাধারণ, তথ্য বহুল লেখা! ধন্যবাদ,
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৫
190594
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : Zajakallah khair For inspiring me
245402
১৭ জুলাই ২০১৪ সকাল ০৯:১৬
হতভাগা লিখেছেন :


ইহুদিরা অভিশপ্ত আর নাসারারা(খৃস্টানরা) পথভ্রষ্ট।
১৮ জুলাই ২০১৪ রাত ০১:৫৪
190775
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম আপনি ঠিকই বলেছেন। আর মুসলিম শাসক যারা মুনাফিক, ইসরাইলেরই বন্ধু।
250241
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:২৭
তিমির মুস্তাফা লিখেছেন : কাতার কে বাদ দিন! কাতার ঐ দলে নেই এবার!
252986
১০ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ভাই আমি জেনে, শুনে, বুঝেই লিখেছি। আমেরিকার নির্দেশে মিশরকে সাথে নিয়ে কাতার দায়িত্ত পেয়েছে ইসরাইল- ফিলিস্তিন ইস্যুর সমাধান করতে, আপনি তো তাই বলছেন তাই না?

আমেরিকা ও ইসরাইলের ভালো বন্ধু কাতার। সিসিকে সবার আগে ওয়েলকাম জানিয়েছিল কাতার। আর সিসিকে বসিয়েছে ইসরাইল। আগে ভালো করে জানুন প্লীজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File