অতুলনীয় মা
লিখেছেন লিখেছেন সাগর কন্যা ০৮ এপ্রিল, ২০১৩, ০৭:৩৫:৩৩ সন্ধ্যা
মায়ের প্রতি ভালবাসার অফুরন্ত ঢেউ
হ্রদয় থেকে কেড়ে নিতে পারবে না কেউ।
মাযে আমার ভালবাসার চিরচেনা মুখ,
মায়ের আদর-ভালবাসা জান্নাতেরই সুখ।
মায়ের মত আদর করে ডাকবেনা কেউ কাছে,
মায়ের মত এত আপন কেউ কি ধরায় আছে?
মা জননী এই ভূবনে একটি ফোটা ফুল,
মায়ের সাথে ধরার বুকে হয়না কার ও তুল।
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন