ঢাকায় অমানুষের সংখ্যা কতো ⁉
লিখেছেন লিখেছেন সামছুল ২৯ এপ্রিল, ২০১৫, ০৬:৪২:৫৫ সন্ধ্যা
শেখ হাসিনা সিটি নির্বাচনের পূর্বে বলেছিলেন, 'অমানুষ ছাড়া কেউ বিএনপিকে ভোট দিতে পারেনা।'চলুন দেখি, এতো ভোট ডাকাতির পরও বিএনপির প্রার্থীরা কে কতো ভোট পেয়েছে এবং শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী ঢাকায় অমানুষের সংখ্যা কতো।ঢাকা উত্তরে আনিসুল হক ‘ঘড়ি’ প্রতীক নিয়ে ৪,৬০,১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩,২৫,০৮০ ভোট।আর ঢাকা দক্ষিণে ‘ইলিশ মাছ’ প্রতীক নিয়ে সাঈদ খোকন পেয়েছেন ৫,৩৫,২৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘মগ’ প্রতীক নিয়ে মির্জা আব্বাস পেয়েছেন ২,৮৫,৫৬২ ভোট।
তাহলে দেখা যাচ্ছে, স্মরণকালের নিকৃষ্টতম ভোট ডাকাতির পরও ঢাকা উত্তর ও দক্ষিণে সর্বমোট ৬,১০,৬৪২ জন অমানুষ আছে।
বিষয়: বিবিধ
৮৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারন গড়ে ১০০ করেই ভোট দিয়েছে তারা। সেই হিসাবে কিন্তু অমানুষ ই বেশি!
মন্তব্য করতে লগইন করুন