Doremon Cartoon সম্পর্কে কিছু কথা : এটি নিঃসন্দেহে একটি শিক্ষামূলক কার্টুন।

লিখেছেন লিখেছেন সেলফিশ ২৪ এপ্রিল, ২০১৩, ০৪:৪০:৩৭ বিকাল

Doremon Cartoon সম্পর্কে সাম্প্রতিক কালে সংসদ এ অভিযোগ উত্থাপন করা হয়েছিল যে, '' এই কার্টুন এর মাধ্যমে শিশুরা হিন্দী ভাষা শিখে যাচ্ছে, আর এই কার্টুন তাদেরকে মিথ্যা শিখাচ্ছে।''

গুজব নাকি সত্য জানি না, শুনলাম Doremon নাকি নিষিদ্ধ করা হয়েছে।

[u]আমি এর ঘোর বিরোধিতা জানাই।[/u]

১) Doremon একটি শিক্ষামূলক কার্টুন, যেটি ২২০০ সাল বা Twenty second century এর একটি রোবট এর কাহিনী নিয়ে নির্মিত। এই কার্টুন এ ২২০০ সাল এর তথ্য প্রযুক্তি কতটা উন্নত সেটা শিশুদের মাঝে তুলে ধরে।

২) Doremon কার্টুন এর প্রধান চরিত্র (Main Character)

এর নাম হল Nobita, যে স্বভাব এর দিক থেকে অনেক সহজ সরল একটা ছেলে, আর Nobita'র বন্ধুরা সবসময় এই সহজ সরলতা থেকেই ফায়দা লুটে নেয়। Doremon তাই সবসময় Nobita কে তার ২২০০ সাল এর তথ্য-প্রযুক্তির মাধ্যমে সাহায্য করে।

৩) Doremon কার্টুন এ সবসময় বাচ্চাদের School,Homework,Exam এইগুলো সম্পর্কে তাগিদ

দেয়া হয়। যাতে বাচ্চারা এগুলোতে আরো আগ্রহী হয়।

৪)Nobita যদি কখনও Doremon এর কোন Gadget এর

অপব্যবহার করে তাহলে তার শাস্তি ও Nobita কে পেতে

হয়। যা বাচ্চাদের নৈতিকতা শেখায়। আর Nobita মানুষ হিসেবে খুবই দয়ালু। Nobita কখনই অন্যের কষ্ট সহ্য করতে পারে না।

তাই অবশেষে বলবো যে এই কার্টুন কোন বাচ্চা কে কখনো

মিথ্যা শিখাই না।

যদি আপনি হিন্দি ভাষার প্রভাব সম্পর্কে বলেন, তাহলে এটা

বাংলাতে ডাবিং করার ব্যবস্থা করলেই পারেন। তাই বলে

এরকম শিক্ষামূলক কার্টুন থেকে শিশুদের বঞ্চিত করা একদম

ঠিক হবে না।

বিষয়: বিবিধ

১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File