এরা কি সবাই এক সাথে মিছিল করে তাদের জিনিসপত্র আনতে গিয়েছিল ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৪ এপ্রিল, ২০১৩, ০৪:৪০:২৯ বিকাল
## প্রধান মন্ত্রীর বক্তব্য -- সাভারে ধসে পড়া নয় তলা ভবন থেকে আগেই সব লোককে সরিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হতাহতরা পরে জিনিসপত্র আনতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।
## পুলিশের বক্তব্য - বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নয় তলা ভবনটি ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়। ওই ভবনে চারটি তৈরি পোষাক কারখানা রয়েছে, যেখানে প্রায় পাঁচ থেকে সাড়ে হাজার শ্রমিক কাজ করে। ধসের সময় কারাখানায় কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে। ভবন মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা ।
## ভবন মালিকের বক্তব্য -- মঙ্গলবার বিকালেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিলে ভবন মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা সাংবাদিকদের বলেছিলেন, “ভবনের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সামান্য একটু প্লাস্টার খসে পড়েছে। এটা তেমন কিছু না।”
তাহলে কেও কি বলেবন ------ এই ভবনে চারটি তৈরি পোষাক কারখানা রয়েছে, যেখানে প্রায় পাঁচ থেকে সাড়ে হাজার শ্রমিক কাজ করে। ধসের সময় কারাখানায় কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে। এরা কি সবাই এক সাথে মিছিল করে তাদের জিনিসপত্র আনতে গিয়েছিল ?
তাহলে এত লাশ কেন ? আমাদের মত বিত্তশালী বাবার ঘরে জন্ম না নিয়ে এরা কি তাহলে মহা পাপ করেছে ? বিবেক তুমি কি শুধু আমার , আমাদের মত ধনী আর ক্ষমতাশালীদের জন্যে ? এর জবাব কে দেবে ?
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন