ভালবাসা আর মেয়েলি টান কি এক জিনিস??

লিখেছেন লিখেছেন সেলফিশ ০৭ আগস্ট, ২০১৩, ১১:৩১:০২ রাত

বয়স ১৭ বছর ৬ মাস। (Teenager) ইতোমধ্যে আমার জীবনে ২ টা প্রেম এর কাহিনী ঘটে গেছে। ১ম টার কথা বাদ দেই, ২য় টার কথায় আসি......

গত একমাস মত আগে আমি একটা প্রেমের প্রোপোজাল পায়, কিন্তু যেই মেয়েটা আমাকে প্রোপোজাল দিয়েছিল, সে আমাকে একদম সময় দিয়েছিল না। আমাকে বলেছিল, ''তুমি যদি আমাকে I Love You না বল, তাহলে আমি পরদিন থেকে পড়তে আসবো না (একই জায়গায় আমরা বাংলা প্রাইভেট পড়ি)

আমি একটু ইতস্তত করলাম, আমি বললাম, ''দেখো হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিও না, তোমার বয়স মাত্র ১৭, এই বয়সের ভালবাসাটা আসলে ভালোবাসা না, এটা ভালোলাগা (সিনেমার ডায়লগ) এই বয়সে মনের মধ্যে অনেক আবেগ কাজ করে''

আমার নিজের বয়স যদিও ১৭ তবুও আমার সমবয়সী একজনকেই উপদেশ গুলো দিলাম।

কিন্তু তার এরকম আহ্লাদি আচরণ আমার ভাল লাগলো। তারপর একরকম বাধ্য হয়েই আমি তাকে I Love You বললাম।

ঐটাই ছিল আমাদের রিলেশনের স্টারটিং !!

আচ্ছা, মেয়েটার নাম বলি, তার নাম নিতু।

নিতু সেদিন আমাকে বলেছিল যে, ''মাত্র একমাস, আমি জানি এর মধ্যেই তুমি আমাকে আমার চেয়ে ৩ গুণ ভালবেসে ফেলবে"

আমি অনেক ইসলাম মাইন্ডেড ফ্যামিলির একটা ছেলে। আমার জন্য প্রেম করাটা মানায় না, আর প্রেম করে বিয়ে করাটা ফ্যামিলি থেকে মেনে নেবে না। তাই আমার উদ্দেশ্য খুব একটা সৎ ছিল না, উদ্দেশ্যটা এমন ছিল যে, এক বছর, দুই বছর প্রেম করে টাইম পাছ করবো।

আর ভেবেছিলাম যে, নিতু আমাকে অনেক ভালবাসলেও,বেশিদিন ওর ফিলিংস কাজ করবে না, কারণ এখন মহিলা কলেজে পড়ে, ছেলেদের সাথে তেমন ওঠা-বসা নেই। যখন আরও ছেলেদের সংস্পর্শে আসবে তখন এমনিতেই আমাকে ছেড়ে দেবে।

কিন্তু ধীরে ধীরে আমি নিতুকে বুঝতে শুরু করলাম, নিতুর ভাইয়ের কাছে খোঁজ খবর নিয়ে দেখলাম যে, নিতু আসলে ঐ টাইপের মেয়ে না। জীবনে যেই জিনিসটা আকড়ে ধরে, তা কখনো ছাড়ে না

আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে, নিতু আমাকে খুবই ভালবাসে আর এভাবে চলতে থাকলে রিলেশনটা বিয়ে পর্যন্ত গড়াবেই।

আমিও নিতুকে ধীরে ধীরে অনেক ভালবেসে ফেলছিলাম।

আর আমি সিদ্ধান্ত নিলাম যে, আমাকে বাস্তববাদী হতে হবে, আমি নিতুকে ধোকা দিতে পারিনা, নিতুর সাথেই যদি প্রেম করি তাহলে নিতুকেই বিয়ে করবো

কিন্তু তখনি আসলো প্রতিবন্ধকতা !!

১)নিতু পর্দা করে চলতো না। ২)নিতু নাচ করতো

আগেই বলেছি যে আমার ফ্যামিলি ইসলাম মাইন্ডেড। সত্য বলতে আমি নিজেও এগুলো পছন্দ করতাম না।

তখন নিতুকে কড়া ডিসিশন দিলাম, ''তুমি যদি পর্দা না কর, আর নাচ না ছাড় তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে কখনই যাব না"

নিতু কাঁদতে কাঁদতে বলল, " আমি সবসময় ভাবতাম, একটা মেয়ের যে যে গুণ থাকার দরকার তার সবই আমার আছে, মনে মনে খুশি ছিলাম, কিন্তু আজ আমার এই গুনই আমার সবচে বড় শত্রু হল

প্রথমে নিতু রিলেশনটা কোনভাবে টিকাবার জন্য আমার শর্তে রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে অপারগতা প্রকাশ করলো।

তারপর কয়েকদিন রিলেশনটা ঝুলে থেকেছে, কারণ আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারতাম না, তাই যোগাযোগ রক্ষা করতাম।

শেষমেশ আমি প্ল্যান করলাম কিছু একটা করার যাতে নিতু আমাকে Hate করে, আর আমাকে ছেড়ে চলে যায়।

নিতু মনে হয় সত্যি সত্যিই আমকে ছেড়ে চলে গেছে।

ইদানিং শুধু মোবাইলের দিকে তাকায়, হয়তো নিতু আমাকে কোন মেসেজ দিয়েছে, কিন্তু মোবাইলটা শূন্য পড়ে থাকে।

আমি সবসময়ই মনে মনে বলি, যে আমি নিতুকে ভালবাসি না, আমি কেন একটা নাচ করা নর্তকীকে ভালবাসব?? কিন্তু আমি মোবাইলের দিকে বারবার কেন তাকায়, এটা কি ভালোবাসা নাকি মেয়েলি টান??

বিষয়: বিবিধ

২২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File