আজ বালাকোট দিবসঃ ইতিহাসের নির্মম পূনরাবৃত্তি

লিখেছেন লিখেছেন স্বঘোষিত ব্লগার ০৬ মে, ২০১৩, ১০:৪৫:৩৭ সকাল

আজকেই যে বালাকোট দিবস সেটা আমারও জানা ছিল না। খবর দেখে চমকে উঠলাম। বালাকোট দিবসে শহীদানের রক্ত বৃথা যায় নি। সেই একই দিনে বৃটিশদের প্রেতাত্মারা বালাকোটের শহীদদের উত্তরসূরীদের রক্তে ঢাকার রাজপথা রঞ্জিত করেছে। চেয়ে দেখুন সেদিনের মত তাজা রক্ত, একই রঙ একই ধারায় প্রবাহিত হচ্ছে। সেদিনের রক্ত পিপাসুরা চলে গেলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। ফলে নতুন করে সেই ইতিহাসের পূনরাবৃত্তি ঘটিয়েছে। তবে ইতিহাসের শিক্ষানুযায়ী তাদের প্রেতাত্মারাও রক্ষা পাবে না।

বিস্তারিতঃ এখানে ক্লিক করুন

বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File