প্রভু ক্ষমা করো মোরে
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৬ মে, ২০১৩, ১০:৫৫:৪২ সকাল
অলসতায় ঘুমিয়ে পড়ি তাড়াতারিই সর্বদা। কখনও মাঝ রাতের টক শো বা খবর চোখে পড়ে না। খবর যা দেখার দেখে নেই অফিস নেট থেকেই। প্রতিদিনের মত খবর পাতা খুলতেই চোখ আটকে গেল গতকালের বর্বরতার দৃশ্যে। যে কোন বিবেকবান মানুষের হৃদয়ে চোট লাগবে দল মত নির্বিশেষে এই নিষ্ঠুরতা দেখে। এটা আমাদের কাছে যেমন নিষ্ঠুরতা তেমনি ক্ষমতাসীনদের কাছে টিকে থাকার লড়াই। লড়াই বলতে গতানুগতিক লড়াই নয়। লড়াইয়ে সচারচর দুই পক্ষের হাতেই অস্ত্র থাকে। এলড়াইয়ে আছে এক পক্ষের হাতে; একপক্ষ সুসজ্জিত অত্যাধুনিক অস্ত্র সস্ত্রে অন্য পক্ষের মুখে আল্লাহর বাণী- লা ইলাহা ইল্লাললাহু মুহামাদুর রাসুল্লাহ (সঃ)। এক পক্ষ তাদের ধর্মীয় গুরু বা ধর্মের প্রবর্তককে অবমাননাকারীদের বিচার চাই অন্যপক্ষ তাদের দাবিকে অযৌক্তিক বলে আখ্যা দিয়ে বিতারিত করতে চাই। একপক্ষ এখানে রাষ্ট্র সাথে আছেন ক্ষমতাসীনদের সশস্ত্র বাহিনী অন্যপক্ষ লাখো ধর্মপ্রাণ মুসলমান। রাষ্ট্রপক্ষও যে অমুসলিম তা কিন্তু নয়। বস্তুত তারা ধর্মে উদাসীন। কেও তার বাবাকে অসম্মান করলে খুব সহজভাবে নেয় এবং সেই সহজভাবে নেয়ার সুযোগে অন্যরাও তার বাবাকে নিয়ে কটাক্খ করে কেও আবার তাদের আদর্শিক পিতাকে অপমান বরদাস্ত করতে পারে না ভালবাসার টানে। কেও তার পিতাকে ভালভাসে সর্বস্ব ত্যাগ করে কেও নিজের প্রতিপত্তির জন্য দাঁড়াতে পারে পিতার লাশের উপরে। পার্থক্য শুধু ভালবাসার।
আমরা মধ্যপন্থী; অন্তরে ভালবাসা থাকলেও সামার্থ নেই বর্হিপ্রকাশের। নিয়মিত পেটের তাগিতে কর্মব্যস্ততায় কেটে যায় সারাক্ষণ। বাস্তবতার কষাঘাতে টিকে থাকতে যুদ্ধ করতে হয় কাজের তাগিতে প্রতিনিয়ত। শুধু নিরবে চেয়ে দেখি আমরা দর্শকের সারি থেকে। সুযোগ বুঝে বাহবা নিতেও ঝাপিয়ে পড়ি কখনও কখনও; ময়দানে মোরে থাকিনা কখনও। যারা অকৃত্রিম ভালবাসায় ঝাপিয়ে পড়ে পিতার সম্মানার্থে অপরাধী ভাবি নিজেকে তখন। সামর্থে তারা অধিকাংশই আমারও নিচে তথাপিও মিসকিন আমি তাদের থেকে ভালবাসার দিক থেকে।
মুসলিম হিসেবে অত্যন্ত দুর্বলই আমি। তোমার নবীর নির্দেশনা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে স্বশরীরে বা হাত দিয়ে যদি সামর্থ না থাকে মুখে আর যদি সেটিও সম্ভব না হয় তা হলে মনে মনে আর মনে মনে হল দুর্বল ঈমানের পরিচয় মাত্র।
আমরা নিজের দুর্বলতা ঢাকতে একে অপরের দোষারোপে মত্ত। অন্যজন প্রতিবাদি নয় বলে আমিও আছি নিরবে দাঁড়িয়ে; কিন্তু তোমার নির্দেশ আগে নিজে শুরু করতে হবে কাররো প্রাণে না চেয়ে থেকে। আমরা পরিনা সে নির্দেশ পালন করতে।
প্রভু ক্ষমা করো মোরে; অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ারবার সামর্থ্য দাও মোদের; বলিয়ান করো মানুষিক শক্তিতে; শক্তিমান করে দাও মোরে যেন রুখে দাঁড়াতে পারি অন্যায়ের।
(কি লিখব কিছুই মাথায় আসছে না; বর্বরতায় নিথর যেন আমিও)
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন