শেষ পর্যন্ত হেফাজত অবরোধ করবেই!

লিখেছেন লিখেছেন বিডি নিউজ ০৪ মে, ২০১৩, ১২:১১:৩৪ দুপুর

সাভারে রানা প্লাজ দুর্ঘটনার পর ওই ঘটনাকে ইস্যু করে বিএনপি হরতাল দিয়েছিল। সরকারের অনুরোধে আর দুর্গত পরিবারের কথা বিবেচনা করেই তারা হরতাল প্রত্যাহার করেছে। কিন্তু হেফাজত নেতারা সে দিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। সাভার থেকে আহত, নিহত, বিকৃত লাশ সারা দেশে যার যার বাড়ীতে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচী কতটা মানবিক সেটা বিবেচনা করে দেখার বিষয়। যেখানে সারা দেশের চোখ ওই সাভারে সেখানে হেফাজত নেতারা বিলাসবহুল হেলিকপ্টারে করে অবরোধের পক্ষে গনসংযোগ করে দেশ চষে বেড়াচ্ছেন। যেন কোন নির্বাচনী গনসংযোগ। শেষ পর্যন্ত অবরোধ যখন করবেন তখন শান্তিপুর্নভাবে করুন যাতে সাধারন পাবলিক অসুবিধায় না পড়ে।

বিষয়: রাজনীতি

১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File