কর্ণেল তাহেরের পরিবার ন্যায় বিচার পেলে আমরা কেন পাব না?

লিখেছেন লিখেছেন বিডি নিউজ ২৫ মে, ২০১৩, ০৩:২৭:০৪ দুপুর



গত কয়দিন আগে কর্ণেল তাহেরের পরিবার সঠিক ও ন্যায় বিচার পেয়েছে। তাঁকে বিদ্রোহের নামে যে প্রক্রিয়ায় ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক একইভাবে ওই সময় বিমান বাহিনীতে তৎকালিন সামরিক শাসক জিয়াউর রহমান ১১ জন বিমান বাহিনী অফিসার ১৪৫০ জন বিমান ও সেনা সদস্যকে হত্যা করেছিলেন। এছাড়া জিয়াউর রহমান ৩ হাজার বিমান সেনাকে বরখাস্তসহ বিভিন্ন মেয়াদে কারাভোগের পর খালি হাতে বাড়ীতে পাঠিয়েছিলেন। বর্তমান সরকারের ইতি পূর্বে ২ অক্টোবর ২০১১ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেছিলেন। এ বিষয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০১১ সালের ৩ অক্টোবর তারিখে একটি সংবাদ পরিবেশতি হয়েছিল। কিন্তু সেটার বাস্তবায়ন হয়নি। কর্নেল তাহের হত্যাকান্ডের যেহেতু সঠিক বিচার হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবার যাবতীয় ক্ষতিপুরণ পেতে যাচ্ছেন তবে বিমান বাহিনীতে যে সব অফিসার অন্যায়ভাবে খুন হয়েছেন, গুম হয়েছেন, চাকুরীচ্যুত হয়েছেন তারা কেন সঠিক বিচার পাবে না। জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসন উচ্চ আদালত অবৈধ হিসাবে ঘোষনা করার পর ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তান হিসাবে আমাদের মনে হয়েছে জিয়াউর রহমানের প্রত্যেকটি কমকান্ডই তাহলে অবৈধ ছিল। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর এই ঘটনার সঠিক ও সুবিচার প্রার্থনা করি।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File