কর্নেল তাহের হত্যাকাণ্ডে জিয়ার ভূমিকা ঠিক লিখেছেন: মওদুদ
লিখেছেন লিখেছেন বিডি নিউজ ২৬ মে, ২০১৩, ১০:৪৭:২৩ সকাল
গত সোমবার লে. কর্নেল এম এ তাহেরের ও তাঁর সঙ্গীদের ১৯৭৬ সালে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচার অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে বলা হয়েছে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড আদপে হত্যাকাণ্ড। জেনারেল জিয়াউর রহমান ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন।
এ বিষয়ে মওদুদ আহমদ প্রথম আলো ডট কমকে বলেছেন, ‘আমার বইয়ের উদ্ধৃতি এমন ডিসটর্টেড (বিকৃত) ভাবে উল্লিখিত হবে আমি বিশ্বাস করতে পারি না। আমি কোথায় বলেছি যে এই বিচারে ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার মনস্থির করেছিলেন? তিনি বলেন, ‘কর্নেল তাহেরের বিচারের বিষয়ে আমার বইয়ে লেখা ছিল......কর্নেল তাহেরকে সাজা দেওয়ার প্রশ্নে পাকিস্তান প্রত্যাগত অফিসারেরা সব সময় তাঁর মৃত্যুদণ্ড চেয়েছে। এ ব্যাপারে জিয়া ৪৬ জন সিনিয়র অফিসারের সঙ্গে আলোচনা করেন এবং সকলেই একবাক্যে তাহেরের জন্য চূড়ান্ত শাস্তির পক্ষে মতামত দেন।’
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন