সাভার ট্রাডেটিও নিয়ে টুডে ব্লগে পক্ষপাতিত্বঃ ঘৃনা জানাই

লিখেছেন লিখেছেন বিডি নিউজ ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:২৬:৫৪ সন্ধ্যা

সাভারে ভবন ধ্বসে নিহতর ঘটনা নিয়ে ব্লগেও চলছে রাজনীতি। কয়েকজন ব্লগার দেখলাম প্রধান মন্ত্রী কি বলেছেন, গার্মেন্টসটা কার, শাহাবাগের কেউ রক্ত দিল কিনা এই বিষয় নিয়ে। ওই সচেতন ব্লগারদের যদি দরদ এতই উথলে পড়ে তবে আপনার কম্পিউটারের সামনে বসে কি করছেন? সাভারে যান পরিবারের সবাইকে নিয়ে যত পারেন রক্ত দেন? এই রকম একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে দলাদলি বাদ দেন। কে কি বলল আর কে কয় ব্যাগ রক্ত দিল সেটার হিসাব না নিয়ে যদি আপনার কিছু করার থাকে করেন।

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File