গ্রীন টি পান করুন এবং ক্যান্সারসহ সকল জটিল রোগ থেকে দূরে থাকুন
লিখেছেন লিখেছেন মোঃ ফজলে রাব্বী ১৬ এপ্রিল, ২০১৩, ০৩:৫৯:০২ দুপুর
গ্রীন টি বা সবুজ চা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। ৪ হাজার বছর পূর্বে চীনে মাথা ব্যথার ওষুধ হিসেবে এর ব্যবহার শুরু হলেও সময়ের ব্যবধানে সারা বিশ্বে এর ব্যাপক প্রচলন শুরু হয়।
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, বয়স্ক যেসব মহিলা সবুজ চা পান করেন- তাদের যকৃত, মলাশয়, পাকস্থলী, স্তন ও কণ্ঠনালীর ক্যানসারের ঝুঁকি অনেক কম।
এক দশকের বেশি সময় ধরে (১১ বছর) ৬৯ হাজার ৩১০ জন চীনা মহিলার ওপর পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য পেয়েছেন একদল গবেষক।
গবেষণার এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল নিউট্রিশন জান প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, যেসব মহিলা সপ্তাহে অন্ততঃ তিনবার সবুজ চা পান করেন তাদের পরিপাকতন্ত্রে ক্যানসার হওয়ার আশঙ্কা কম।
অর্থাৎ যারা সবুজ চা পান করেন না, তাদের চেয়ে এদের ক্যানসার হওয়ার আশঙ্কা ১৪ শতাংশ কম।
গবেষণা প্রতিবেদনটি তৈরীর নেতৃত্বে ছিলেন, যুক্তরাষ্ট্রের নাশভিলের ভ্যান্ডেরবিল্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ইপিডেমিউলজির প্রধান ওয়েই ঝেং বলেন, যারা সবুজ চা পছন্দ করেন তাদের অনেকেই স্বাস্থ্য সচেতন।
তবে তাদের কেউই বলতে পারেন না, সবুজ চা ক্যানসারের ঝুঁকি কমাতে কোন ভূমিকা রাখে কিনা।
মি. ঝেং বলেন, তবে গবেষণা প্রতিবেদনে এই বিষয়টিই গুরুত্ব সহকারে দেখানোর চেষ্টা করা হয়েছে। সমীক্ষায় অংশগ্রহনকারী মহিলাদের মধ্যে কেউই কখনও ধূমপান বা কোন রকম মাদক গ্রহণ করেন না।
গবেষকরা ওইসব মহিলার খাদ্যতালিকা, ব্যায়ামের অভ্যাস, ওজন এবং চিকিৎসা সংক্রান্ত তথ্যও সংগ্রহ করেন।
মি. ঝেং আরও বলেন, এ সবদিক বিবেচনা না করলেও বলা যায়, মহিলাদের সবুজ চা পানের অভ্যাসের সঙ্গে ক্যানসারের ঝুঁকির একটি নিবিড় সম্পর্ক রয়েছে।
সমীক্ষা পরিচালনায় তথ্য হিসেবে ঝেং ও তার সহকর্মীরা ৬৯ হাজারেরও বেশি মধ্যবয়স্ক ও বয়স্ক মহিলার দীর্ঘদিনের স্বাস্থ্যতথ্যকে কাজে লাগিয়েছেন। এসব মহিলাদের মধ্যে ১৯ হাজারেরও বেশি মহিলা সপ্তাহে তিনবারের বেশি সবুজ চা পান করেন।
গবেষণা প্রতিবেদনে উদাহরণ হিসেবে দেখানো হয়, যেসব মহিলা অন্ততঃ ২০ বছর ধরে সবুজ চা পান করছেন তাদের পরিপাক তন্ত্রের ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় ২৭ শতাংশ কম। তাদের মলাশয়ের ক্যানসারের ঝুঁকিও ২৯ শতাংশ কম দেখা গিয়েছে। ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালের প্রতিবেদন।
গ্রীন টির আরও কিছু উপকারিতা:
১. গ্রীন টি ওজন কমাতে খুব-ই উপকারী।
২. গ্রীন টি কিডনি রোগের জন্য উপকারী।
৩. গ্রীন টি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
৪. গ্রীন টি পান করলে রক্তের প্রবাহ ভালো হয় এবং ধমনী শিথিল হয়।
৫. গ্রীন টি রক্তে কোলেস্টোরেলের মাত্রা কমায়।
৬. গ্রীন টি ডায়াবেটিসের জন্য উপকারী।
৭. এর লিকার দাঁতের য়রোধ ও মাড়ি শক্ত করে।
৮. কাটা জায়গায় গ্রিন টির লিকার লাগালে রক্ত পড়া বন্ধ হয়।
৯. ক্ষতিকর আল্ট্রা-ভিওলেট রশ্মী থাকে রক্ষা করে।
১০. গ্রীন টি এন্টি-এজিং ক্ষমতা সম্পন্ন ।
১১. পোকামাকড় কামড়ালে যদি ওই স্থান চুলকায় ও ফুলে যায় তাহলে সবুজ চায়ের পাতা দিয়ে ঢেকে দিলে আরাম বোধ হয়।
১২. গ্রীন টির ভিটামিন সি সর্দি কাশি প্রতিরোধ করে।
১৩. নিয়মিত গ্রহণে ব্রন প্রতিরোধ করে।
১৪.জাপানের একটি গবেষনায় দেখা গিয়েছে যে গ্রীন টির epigallocatechin-3-gallate (EGCG), সুস্থ্য কোষের সঙ্গে HIV এর সংযোজন ব্যহত করে। ফলে AIDS এর মাত্রা নিয়ন্ত্রিত হয়।
বিষয়: বিবিধ
২২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন