ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ...........।

লিখেছেন লিখেছেন মোঃ ফজলে রাব্বী ০৮ আগস্ট, ২০১৩, ১১:৩৩:২৮ সকাল



আস-সালামু-ওয়ালাইকুম।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

আজ পশ্চিম আকাশে শাওয়ালের একফালি চাঁদ ঈদের সওগাত নিয়ে এলে আগামীকাল ঈদ। অন্যথায় ঈদ উদযাপিত হবে শনিবার। ঈদ মানে আনন্দ। মনের আঙিনায় জমে থাকা হাজারো খুশিকে আমরা ভাগ করে নেব অন্য সবার সঙ্গে। এ খুশী,এ আনন্দ পৌঁছে যাক সবার ঘরে। সবার জীবন হয়ে উঠুক আনন্দময় ও উৎসবমুখর। ঈদের মতো আনন্দময় হোক প্রতিটি দিন।

সবাইকে ঈদ মুবারক।

বিষয়: বিবিধ

১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File