ভারতের আইসিসি নীতি নিয়ে ক্ষুব্ধ ইমরান
লিখেছেন লিখেছেন মোঃ ফজলে রাব্বী ২৯ জানুয়ারি, ২০১৪, ১২:১১:২৪ দুপুর
বিশ্ব ক্রিকেটে ক্ষমতা দখলের চেষ্টায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে যেভাবে জোট বেঁধেছে ভারত, তা মোটেই পছন্দ নয় ইমরান খানের। পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার টুইটার মারফত তার ক্ষোভের কথা জানিয়েছেন। মঙ্গলবার ইমরান টুইট করেন, “বিগ থ্রি-র এই ভাবনাটা ক্রিকেট বিশ্বকে ভেঙে দেবে। আমার মনে আছে, ’৯৩ সালে আইসিসি-তে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলাম। সেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার স্বৈরতান্ত্রিক মনোভাবের কথা এখনো ভুলিনি।”
এতেই শেষ নয়, ইমরান আরো লিখেছেন, “আর এখন শুধু আর্থিক শক্তির জন্য ভারত এই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দলে ভিড়ছে। অথচ ’৯৩ সালে ভারত আমাদের সঙ্গেই ছিল। এই নতুন প্রস্তাবের সঙ্গে আমি একেবারেই একমত নই।”
একদিকে যখন ইমরান খানের মতো প্রাক্তনরা সরব হচ্ছেন ‘তিন প্রধানের’ এই নীতির বিরুদ্ধে, তখন অন্য আশঙ্কাও দানা বাঁধতে শুরু করেছে।
আইসিসি-তে আমূল বদলের এই প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন এক আন্তর্জাতিক দুর্নীতিদমন সংস্থা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) নামক ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক এবং সুশাসনের অভাব হলে কিন্তু ক্রিকেট দুনিয়ায় দুর্নীতি আরো বাড়বে।
এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “বিগ থ্রি-র হাতে বিশাল ক্ষমতা তুলে দেওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। এতে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে ক্ষমতার অপব্যবহার করার আশঙ্কা থাকে। কাউকে প্রশ্ন করারও আর জায়গা থাকে না।” এর আগে আইসিসি নিজেই বিশ্ব ক্রিকেটের পরিচালনা কিভাবে নিখুঁত করা যায়, তা নিয়ে লর্ড উলফ কমিশন গঠন করেছিল। যে কমিশন তার রিপোর্ট জমাও দেয় আইসিসি-র কাছে। কিন্তু সেই রিপোর্ট নিয়ে আইসিসি কোনো মতামত জানায়নি। টিআইয়ের পক্ষ থেকে এখন বলা হয়েছে, আগে উলফ কমিশনের রিপোর্ট নিয়ে মতামত জানাক আইসিসি। তার আগে যেন গঠনতন্ত্রে কোনোরকম বদল না আনা হয়।সূত্র: ইন্টারনেট
এই রকম আরও কিছু নিউজ পেতে ভিজিট করুন Click this link
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন