আজ আমার হৃদড়জুড়ে কালমেঘের ঘনঘটা...

লিখেছেন লিখেছেন না বলা কথাগুলো ০৯ এপ্রিল, ২০১৩, ০১:৩৪:৫৫ দুপুর



জানো...

আজ আমি অনেক বেশী আবেগী। অনেক অনেক বেশী।

কোন ভাবেই মনকে বুঝাতে পারি না।

বারবার মনে পড়ছে স্মৃতিগুলো।

আমি বরাবরই মেয়েদের এড়িয়ে চলতাম।

কিন্তু এক দুই করে তোমাতেই আমি পরাস্ত হয়ে গেলাম। কখনো মুখ ফুটে বলিনি। কত সেই খুনসুটি। আলাপন। একটি দিনও তোমার খবর ছাড়া আমি থাকতে পারিনি।

দেখ আজ দিব্বি আমার মত করে দিনাতিপাত করছি!!!

আমিতো তোমার মনটাই পেতে চেয়েছি। ভোগ-সম্পত্তি-প্রতিপত্তি চাইনি।

তোমার কষ্টটুকুকেই নিজের করে চিন্তা করেছি। তোমার এতটুকু কষ্টে নিজের সর্বটুকু দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি।

আজ তুমি সুখের পায়রা ওড়াও! নিজেকে তুমি বদলে ফেল! বদলানোর সবক আমাকে গেলাও!!!আজ কোন এক রাজপুত্র নোঙ্গর ফেলেছে তোমার হৃদয় তটে। তাতেই তুমি দিশেহারা। নতুন দিনের আমন্ত্রণে মশগুল।

মনে রেখ আমিও ছিলাম।

বদলে যাওয়ার পূর্বেকার দিনগুলো কি তোমাকে এতটুকু নাড়া দেয় না?

বলতো, কখনো কি জোয়ারের পূর্বে সমুদ্রের বাঁধ ভাঙ্গা ঢেউ দেখেছ?

আচ্ছা তুমি কি কখনো কালবৈশাখীর পূর্বে গগনজুড়ে কালমেঘ দেখেছ?

আজ আমার চোখের কোনে বাঁধ ভাঙ্গা ঢেউ।

আজ আমার হৃদড়জুড়ে কালমেঘের ঘনঘটা।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File