বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে জীবন...

লিখেছেন লিখেছেন না বলা কথাগুলো ০৪ এপ্রিল, ২০১৩, ১২:৪৫:৩৭ দুপুর



ঘটনাবহুল জীবনের কয়টি ঘটনাইবা আর মনে থাকে?

খুব বেশী না। কিন্তু কিছু কিছু ঘটনা অমলিন-অবিনশ্বর-অক্ষয়। স্মৃতিতে জ্বল জ্বল করে নিশিদিন।

বেঁচে থাকার তাগিদে আমাদের মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়...এই চলার পথেই তৈরি হয় কত কথা, গল্প। এ যে জীবনের গল্প ।

হয়তো এক সময় চলে যেত হয়। সব কিছু ছেড়ে। এটাই নিয়তি।

পেছনে পড়ে থাকে রঙ্গীন অতীত। তবুও আমরা চলতে থাকি...নতুন কোন স্বপ্নের আশায়। আরেকটি নতুন প্রভাতের সোনালী সূর্যের আশায়।

এ যে জীবন। মানব জীবন।

বিশ্বাস সেখানে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। চলার পথে কাউকে না কাউকে বিশ্বাস যে করতে হয় ...হয়তো কেউ সেই বিশ্বাসকে কের দেয় এলোমেলো। রক্তাক্ত হয় হৃদয়। তবু চেষ্টা করতে হয় সেই ক্ষত কেটে ওঠার জন্য। হয়তো ব্যর্থ চেষ্টার কাহন।

কিন্তু কোন অমানিশায়...কিংবা কোন জ্যোস্নারাতে স্মৃতিগুলো জেগে ওঠে হৃদয় পটে। এলোমেলো করে দেয় সব ...স...ব। আমি হয়ে পড়ি আনমনা। বিশ্বাসের তরী আমার তখন ভয়ানক কোন প্রচন্ড ঝড়ের কবলে। এমন তো হওয়ার ছিল না!

..............

বিষয়: সাহিত্য

১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File