মৃতপ্রায় গণজাগরণ মঞ্চের নতুন দুরভিসন্ধি! শাহবাগের ঐতিহ্যবাহী বর্ষবরণ মিলনমেলাকে নিজেদের মহাসমাবেশ বলে চালিয়ে দিয়ে বাঁচার শেষ আকুতি এবারে!!!!

লিখেছেন লিখেছেন রোজবাড ০৯ এপ্রিল, ২০১৩, ০২:০৩:২০ দুপুর





ছবিঃ শাহবাগ প্রজন্ম চত্তরে গণজাগরণ মঞ্চ আহুত ১লা বৈশাখের মহাসমাবেশের একাংশ (বিশেষ টাইমমেশিন থেকে তোলা ভবিষৎ ভিউ)

হাজারো বিরিয়ানীর প্যাকেট, রাজকীয় নিরাপত্তা, আর মিডিয়ার সহস্র ঘন্টার লাইভ সম্প্রচারের বিনিময়ে অর্জিত শাহবাগের প্রজন্ম চত্তর। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম জড়িয়ে আছে যে চত্তোরের সাথে সেই চত্তর কী শাপলা চত্তোরে উপস্থিত গুটি কয়েক আলেম ওলামাদের সমাবেশের ধাক্কাই বিলীন হয়ে যাবে। সেটা যে এতো সহজ না তা আগামী ১৪ই এপ্রিল তথা ১লা বৈশাখে মহাসমাবেশ করে প্রমাণ করে দেওয়া হবে। লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে দেখিয়ে দেওয়া হবে জাতি সত্যিই দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা ইমরান এইচ সরকারের নের্তৃত্বে ঐক্যবদ্ধ।

কাজেই এখনো যারা ইমরান এইচ সরকারের নির্দেশে স্কুল সমূহে সকাল দুপুর পতাকা উত্তোলন করছেন্‌না বা যে যেখানে বর্তমান আছেন হঠাৎ দাঁড়িয়ে থেকে দু তিন মিনিট নীরাবতা পালন না করে তার নির্দেশ অমান্য করছেন তাদেরকেই বলছি সময় থাকতে সজ্ঞানে ভবিষ্যতের ইতিহাসের (?) গৌরবময় অধ্যায় হতে নিজেদেরকে বঞ্চিত করবেননা!!!!!!!!!!!

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File