এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ

লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ০৪ এপ্রিল, ২০১৩, ১১:২২:২১ সকাল

“বিশ্বজগতে যে কিছুই একেবারে নষ্ট হয়না -এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ –বিজ্ঞানের এই তথ্য প্রেমের পরীক্ষা শালায় বারংবার যাচায় করে কবি রবি ঠাকুর একেবারে নিঃসংশয় হয়েছিলেন (দর্পহরণ)”। আ’লীগের চলমান জামায়াত-শিবির উৎখাত অভিযানকে “এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ” থিওরি এবং সাম্প্রতিক কিছু বিশ্ব বাস্তবতার সংসর্গে নিয়ে এর যথার্থতা যাচায় করে দেখায় এই পোস্টটির উদ্দেশ্য। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে উৎখাত অভিযান একটি শাশ্বত বাস্তবতা। এই বাস্তবতার ব্যতিক্রম কখনো ঘটেনি এবং ঘটবেও না। স্বয়ং কুরআনই এর সাক্ষ্য। (সুরা তাওবাহ ৩২, সুরা সাফ 8) (সুরা আল-আহঝাব ১০, ১১)

আজ বাংলাদেশে যা ঘটছে মুসলিম বিশ্বের অনেক দেশের জন্য তা একটি বিগত ইতিহাস। তুরস্ক, জর্ডান, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, ইরান, আলজেরিয়া, লিবিয়া সহ অন্যান্য দেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে নৃশংস উৎখাত অভিযান চালানো হয়েছে তা রীতিমত অবর্ণনীয়। এক কথায়, নির্বিচারে কচুকাটা করা হয়েছে। আন্দোলনের সকল প্রাতিষ্ঠানিক ব্যাকআপ ভেঙ্গে দেওয়া হয়েছে। প্রথম সারির নেতাদের হয় হত্যা অথবা নির্বাসনে পাঠানো হয়েছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল কোন দেশেই আন্দোলন দুর্বল বা ভেঙ্গে পড়েনি। এই বাস্তবতাটি পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে সাম্প্রতিক “আরব বিপ্লবের” পর। তিউনিসিয়ার বিন আলীর দেশ ছেড়ে পলায়ন, লিবিয়ার গাদ্দাফির আত্মগোপন এবং মিশরের হুসনে মুবারকের পতনের পর দেখা গেছে এসব দেশে ইসলাম পন্থীরাই সবচেয়ে সুসংগঠিত ও বৃহত্তর রাজনৈতিক শক্তি। কারণটি খুবই পরিষ্কার। এসব দেশে অত্যাচারী স্বৈরশাসকরা নিজেদের ক্ষমতাকে স্থায়ী করতে অ-ইসলামী দলের উপরেও নিধন চালিয়েছে। কিন্তু তারা ইসলামী দলগুলোর মত সুসংগঠিত থাকাতো দুরে থাক নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেও সক্ষম হয়নি। অথবা রাখলেও নামে মাত্র। ফলে পটপরিবর্তনের পর বিশাল রাজনৈতিক শূন্যতা এসব দেশে ইসলামপন্থীদের একধরনের একক সুযোগ এনে দিয়েছে। উল্লেখ্য যে, এসব দেশে দীর্ঘ স্বৈরশাসন চলাকালে ইসলামপন্থীদের কর্মকাণ্ড মৌলিক ভাবে ব্যক্তিগত দাওয়াতি কাজ ও সমাজ সেবা মূলক কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে এবং এর মাধ্যমে গড়ে উঠে তাদের গন ভিত্তি। এসব দেশে দমন-নিপীড়ন ও নির্মূল অভিযান আপাত দৃষ্টিতে অভিশাপ মনে হলেও আজকের বাস্তবতায় তা আশীর্বাদ। “এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ”। জামায়াতের ক্ষেত্রে কি ঘটে তা এখন দেখার পালা............

বিষয়: রাজনীতি

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File