"অতপর আমি মন্ত্রী হইতেছি"

লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৭:৪৭ রাত

বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে বিএনপি নেতাদের ধরেছে ভাবুক রোগে। তাদের সামনে খাতা পেন্সিল রাখলে নির্ঘাত "অতপর আমি মন্ত্রী হইতেছি" নামক ২/৪ টা কবিতাও লিখে ফেলতে পারে। যাই হোক, বিএনপির প্রায় সব নেতাদের মাঝে এটা ক্রমশই সংক্রমিত হচ্ছে । তারা এসি রুমে বসে বসে ভাবছে আর যেন চোখের সামনে দেখছে তারা হাটি হাটি পা পা করে ক্ষমতার চেয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। হেফাজত, জামাত, ড.ইউনুসেরা তাদের কোলে করে ক্ষমতায় নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে এরশাদ সাহেবের চেহারাও ঝিলিক দিয়ে উঠছে। এর মাঝে কে হবে প্রজাপতি মন্ত্রি,কে হবে কালা বিড়াল আর কে হবে 'পরিক্ষিত দেশ প্রেমিক' সেই চিন্তাও অনেকেই করে ফেলেছেন।

আওয়ামীলীগ যেমন ক্ষমতায় আসার পর থেকেই মুক্তিযোদ্ধ নামক এক গীত গেয়েই চলেছে, ঠিক তেমনি বিএনপিও তাদেরও জন্য 'নতুন গীত' রচনা করেছে,গত ২ বছর ধরে তাদের "কঠোর আন্দোলনে যাবে" নামক গীত শুনে আসছি। আমার ধারনা 'কঠোর আন্দোলন' কাকে বলে এটাই বিএনপি জানেনা। বিএনপি কুত্তার সামনে গিয়ে হেই হেই করছে কুত্তা তাড়ানোর জন্য। কিন্তু বিএনপি জানেনা ঐ কুত্তারা এখন Hallucination এ ভুগছে, তারা চোখের সামনে দ্বিতীয় টার্মের ক্ষমতা নামক হাড্ডি দেখছে আর জ্বিহবার লালা ঝরাচ্ছে। বিএনপি জানেনা ঐ কুত্তারা ক্ষমতা নামক হাড্ডির জন্য যা ইচ্ছা তাই এখন করতে পারে।

তাই বিএনপি নেতাদের কাছে অনুরোধ, হিজরামী ছেড়ে রাস্তায় আসুন দেখিয়ে দিন আপনাদের পৌরুষদীপ্ত সত্যিকার নেতার চেহারা। শহীদ জিয়ার মাঝে যে দেশপ্রেম আর আদর্শ ছিলো তার ১০% ও যদি আপনাদের মাঝে ধারণ করতে পারেন তাহলে আপনাদের সামনে দাঁড়ানোর মতো কলিজা এই বাংলার কারো হবেনা।

মনে রাখবেন, হেই হেই করে কুত্তা হয়তো তাড়ানো সম্ভব কিন্তু পাগলা কুত্তা তাড়ানো সম্ভব না। পাগলা কুত্তা তাড়ানোর জন্য প্রয়োজন শক্ত মুগুর। একটা প্রবাদ আছে: যেমন কুকুর তেমন মুগুর। মাইন্ড ইট...

ফেসবুকে আমি

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File