তুমি মানুষ না মোখা...
লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ২৫ এপ্রিল, ২০১৩, ০২:৫১:৪৫ দুপুর
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলনা; লাটিম জিনিসটা, দুই কন্যাকে দেখানোর জন্য একটা লাটিম কিনে নিয়ে এসেছি বাসায়
দুই কন্যাকে সামনে দাঁড় করিয়ে, খুশি খুশি লাটিমে দড়ি পেঁচাচ্ছি
বউ দৌড়ে এসে হাত থেকে লাটিম কেড়ে নিলো; বলল, ‘পাগল হইসো’?
“কেন গো?”
‘ তোমার গোবদা হাত দিয়ে লাটিম মেঝেতে ছুঁড়ে মারলে বিল্ডিঙের ক্ষতি হবে’
“ধূত তুমি মানুষ না মোখা ? কি সব আবলতাবল বলো ?”
‘আমি অতও কিছু জানি না... আমি দুই বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাই, তারপর তোমার আব্বা আম্মাকে নিয়ে বাসায় যত ইচ্ছা লাটিম খেলো’
-
প্রিয় হোম মিনিস্টার সাহেব, আমাদের হোমের কি পরিবেশ হয়েছে দেখেন। আমি নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার... আমার বউ একজন আর্কিটেক্ট... দুইজনেরই কমন সাবজেক্ট ছিলো 'স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং'; কিন্তু তারপরেও, আজ আমরা আপনার মুখ থেকে এহেন কথা শুনে, পুঁথিগত বিদ্যা ভুলে গেছি ... আজ আমরা লাটিম খেলতে পারছি না বাসায়... বউ আমার সাথে রাগ করে কিচেনে পাতিল নিয়ে থেকনা-থেকনি করতে পারছে না... আমি বউয়ের সাথে রাগ করে রুমের দরজা জোরে লাগাতে পারছি না... কন্যার হাত থেকে খেলনা মেঝেতে পড়ে গেলে সে কান্না করছে ভয়ে (খেলনার দুঃখে না, বিল্ডিঙের দুঃখে)... বুয়ার হাত থেকে মেঝেতে আলু পড়ে গেলে সে ভয় দৌড় দিচ্ছে দরজার দিকে... ড্রাইভার সাহেব গাড়ি বাড়ির নিচে পার্ক না করে, বাইরে খোলা মাঠে পার্ক করে বসে আছে
আম্মাও ভয়ে আছে, কখন জমিজমায় বনিবনা-না-হওয়া মামারা এসে নিচে বিল্ডিং ধরে লাড়া দেয়
আমরা বুঝি আপনার বয়স হয়ে গেছে... কথা বার্তায় কিছুটা তালগোল লেগে যেতেই পারে; আফটার অল বাংলাদেশের এই হোম মিনিস্টার পদটাই জানি কেমন কেমন, যে আসে, আউলায়ে যায়
তারপরেও একটু সংযত হউন... নাহলে যেদিন মেঙ্গো পিপল একত্রিত হয়ে রেগে যেয়ে আপনাকে লাড়া দিবে, সেদিন স্যার, লাটিম ফেইল
...একটু সংযত হউন।
-- আরিফ আর হোসাইন।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন