দেশের ভিতরে বহিরাগত অনুপ্রবেশ বাড়ছে‍ !! ওরা কারা ?

লিখেছেন লিখেছেন খাস খবর ২০ অক্টোবর, ২০১৩, ০৪:৪৭:২৭ বিকাল

মো. অহিদুজ্জামান

বাংলাদেশ রাইফেলস (বিডিআর)'র গোয়েন্দা সংস্থা আরএসইউ জানিয়েছে গত ১৫ দিন ধরে বিভিন্ন সীমান্ত থেকে দেশের ভিতরে বহিরাগত অনুপ্রবেশ বেড়েই চলছে।

(২০০৯ সালে বাংলাদেশ সেনাবাহিনী নিধনযজ্ঞের পর বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি )

সূত্র জানায়, এই তথ্য বর্ডার সংস্থার শীর্ষপর্যায়ে জানানো হলে কোন প্রকার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়নি।এমনকি এবিষয়ে কর্ণপাতও করা হয়নি। বরং সিলেটের গোয়াইন ঘাটের গাঢ়পাহার সীমান্তবর্তি এলাকা থেকে শুক্রবার আটক ২৬ জন অনুপ্রবেশকারিকে বিনা কৈফিয়তে ছেড়ে দেয়া হয়েছে। একইভাবে জকিগঞ্জ এলাকার অমলশীদ সীমান্ত থেকে বৃহষ্পতিবার আটক ১১ জনকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছেড়ে দেয়া হয় বলে সূত্র নিষ্চিত করেছে। এবিষয়ে সুরাইঘাট এলাকার একজন হাইস্কুল শিক্ষক (নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা হলো না) জানিয়েছেন, গত কয়েকদিন যাবৎ এলাকাবাসী বিষয়টি বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করে আসছেন। কুমিল্লার বুড়িচং এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানিয়েছেন প্রতিদিন গড়ে ১শ' লোক দেশের ভিতরে অনুপ্রবেশ করছে। এবিষয়ে বর্ডার সংস্থার সঙ্গে এলাকাবাসী আলোচনা করলে তারা এড়িয়ে যান।এলাকার বয়জেষ্ঠরা জানান, বিষয়টি গভীর উদ্বেগের এবং এনিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অনুরূপভাবে রাজশাহীর চাপাইনবাবগঞ্জ'র জনৈক স্থানীয় সাংবাদিক জানান প্রতিদিন অন্তত ৫০জন লোক সোনা মসজিদ স্থলবন্দর থেকে পাসপোর্ট ছাড়াই অনুপ্রবেশ করছে। লালমনিরহাটের পাটগ্রাম এলাকার এক স্কুল শিক্ষিকা জানান গত কয়েকসপ্তাহ ধরে সীমান্ত এলাকা থেকে বেশকিছু লোককে অনুপ্রবেশ করতে দেখা যায়। উল্লেখ্য যে, ওই শিক্ষিকা একসময়ে সাংবাদিক ছিলেন। এছাড়া, সাতক্ষিরার ভোমরা সীমান্ত এলাকা থেকেও অনুরূপ খবর জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। যশোরের স্থানীয় সাংবাদিক জনৈক হায়দার জানান এবিষয়ে ঢাকায় সংবাদ পাঠালে তা ছাপানো হয়নি। খুলনার একজন সিনিয়র সাংবাদিক জানালেন, বিষয়টি তারাও পর্যবেক্ষণ করছেন।ঢাকায় এনিয়ে তিনি কথাও বলেছেন। তবে ঢাকা থেকে কোন নির্দেশ পায়নি।উল্লেখ্য যে ইতোমধ্যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দৈনিক প্রথম আলো পত্রিকা নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File