আমরা কি আদৌ মুসলিম আছি?
লিখেছেন লিখেছেন রাফসান ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৩৫:৫৩ রাত
প্রশ্নটা আসছে বার বার মনে ঘুরে ফিরে!
কারণ, বলা হচ্ছে ১৪ দলীয় জোট থেকে.....
বি.এন.পি জামায়াত ও হেফাজতে ইসলাম থেকে দূরে থাকুন!!!
ঠিক আছে দূরে থাকলাম!!
আওয়ামী লীগ বা ১৪ দল ইসলাম ধর্ম না মানুক তাতে আমার কোন ক্ষতি নেই।
ইসলাম ধর্মকে কটাক্ষ করার অধিকার কি তাদের আছে?
মহাজোটের দায়ীত্বরত মন্ত্রী অবলিলায় বলছেন- তথাকথিত আল্লাহর আইন দিয়ে শান্তি আসবে না। নাউযুবিল্লাহ।
প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ কি তথাকথিত???
মনকে হাজার বার প্রশ্ন করে ''তথাকথিত'' শব্দটা মেনে নিতে পারিনি।।
আমি মানি আল্লাহ সমস্ত সৃষ্টির মালিক। একমাত্র আল্লাহ'ই হকুমদাতা, বিধানদাতা, আল্লাহকে বলা হয়েছে তথাকথিত!!
১৪ দলীয় নেতাদের মুখে এ কথা গুলো শুনে কি করে আমি মুসলিম হিসাবে ১৪ দলের পতকা তলে যাবো?
হ্যা যদিও ধরে নেয়া যায় ঐসব রাজনৈতিক বক্তব্য.....
যদি ধরে ও নিই রাজনৈতিক বক্তব্য তা হলে তা হতে পারত তা বি.এন.পি বা জামায়াতকে উদ্দশ্য করে।
কিন্তু অহরহ বলা হচ্ছে
বি.এন.পি বা জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলাম থেকে দূরে থাকুন!!
স্বভাবিক ভাবে প্রশ্ন দাড়ায় বি.এন.পি বা জামায়াত রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাদের আর একটি প্রতিপক্ষ দাঁড়ালো তা হলো ইসলাম ধর্ম।
ইসলাম ধর্ম বলছি এ কারনে যে, যারা ইসলাম ধর্মের মূলনীতি গুলো অনুসরণ করে তাদের কাছ থেকে দূরে থাকতে বলার অর্থ দাড়ায় ইসলাম ধর্ম থেকে দূরে থাকতে বলা।
আমি কি পারি নিজেকে মুসলিম দাবী করে ইসলামের মূলনীতি থেকে দূরে সরে যেতে? যদি দূরে সরে যায় আমি কি মুসলিম থাকবো??
কোরআন ও সহীহ হাদীস থেকে জানতে পারি, ইসলামের মূলনীতি থেকে সরে গেলে সে মুসলিম থাকে না।
আর নামে মুসলিম হলে তো জীবনের উদ্দেশ্য পূরণ হবেনা।
মানুষের জীবন সৃষ্টি করা হয়েছে শুধু মাত্র পরিক্ষার জন্য।
জেনে শুনে রাজনৈতিক কারনে জীবনের পরিক্ষায় ফেল করবো?
না... না.... না....... তা হতে পারেনা তা হতে পারেনা।
উপসংহার : এ সরকারের আমলে দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলাম বিরোধীতার।
হেফাজতে ইসলাম ১টি অরাজনৈতিক ইসলামী সংগঠন, শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে মহাজোট সরকার প্রমান করেছে তারা ইসলাম বিরোধী।
ইসলাম বিরোধীদের পতাকা তলে যাওয়ার অর্থ নিজেকে ইসলাম বিরোধীতায়
শামিল করা। যা আমার পক্ষে সম্ভব নয়। তাই আজ থেকে আমি আওয়ামী লীগ নামক দলের সমর্থন ইস্তফা দিলাম।
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন