আগামী বছরের অগ্রীম সংবাদ বিদ্যুৎ সরবরাহে বাধা দেবার জন্য শেখ হাসিনা আদালতে।

লিখেছেন লিখেছেন সাদাচোখে ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:০৯:০০ রাত

বাংলাদেশ পুলিশ প্রায়ই আন্দোলন রত মানুষ ধরে থানা হাজতে নেয়। আমরা পত্রিকায় পড়ি - সরকারী কাজে বাধা দেবার জন্য তাদেরকে ধরে আনা হয়েছে।

কিন্তু সরকার প্রধান হয়ে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্রতি দিন ২ ঘন্টা করে জনগণকে 'বিদ্যুৎ সরবরাহে' বাধা দিয়েছেন।

জনৈক সুপ্রীম কোর্টের আইনজীবি গত সপ্তাহে জনস্বার্থে এই রীট টি দায়ের করেন এবং শমন জারি করলে শেখ হাসিনা আজ আদালতে হাজির হন।

রীটে বলা হয় -

১। সরকার প্রধান দেশ কিংবা সরকারের স্বার্থ না দেখে, জনগনের উপর প্রতিশোধ তথা 'জনগনকে উচিত শিক্ষা' দেবার নিমিত্তে বিদ্যুৎ সরবরাহে প্রতিদিন ২ ঘন্টা করে বাঁধা দেয়। যা সরকারী কাজে বাঁধা দান এবং তা পরিষ্কার ভাবে আইনের লংঘন।

২। সরকার প্রধানের এহেন বাধার কারনে দেশের জেনারেটর বিহীন হাসপাতালগুলোর অপারেশান কার্যক্রম বন্ধ থাকে। এতে শত শত লোক মৃত্যু বরন করেছেন, আজীবনের জন্য পুংগ হয়েছেন। যা পরিষ্কার পরিকল্পিত ও সিস্টেমেটিক গনহত্যা এবং দেশের অর্থনীতি ধ্বংশের সাথে জড়িত দেশদ্রোহীর সমতুল্য

শেখ হাসিনার পক্ষে আদালতে ওনার আইনজীবি মাহাবুবে আলম বলেন - শেখ হাসিনা বিদ্যুৎ প্রবাহে কোন বাধা দেন নি বরং তিনি অতিরিক্ত ৫ হাজার মেগাও্য়াট বিদ্যুত দেশবাসীকে উপহার দেন। এটা রাজনৈতিক হয়রানী মূলক মামলা, সো এটা ডিসমিস করা হোক।

বিচারপতি মানিক মামলা টি খারিজ করে দেন ও শেখ হাসিনা ভি সাইন সহযোগে আদালত পাড়া ত্যাগ করেন।

লিখকঃ বাংগালী এমন নাটক দেখবেন এবং পড়বেন - কোন পরিবর্তন দেখবেন না।

বিষয়: রাজনীতি

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File