মিশরের ভাই বোনেরা আমাদের ক্ষমা করে দাও।

লিখেছেন লিখেছেন রাফসান ২৩ আগস্ট, ২০১৩, ১২:৪৭:১০ রাত

যুদ্ধের ময়দান থেকে লেজ তুলে পালিয়ে যাওয়া কোন বীরের কাজ নয় । একমাত্র কাপুরুষই তা করতে পারে । আমাদের জীবনটাও যুদ্ধ ময়দানের মতো , জীবন সংগ্রাম । এ জীবনে অনেক বাধা -বিপত্তি আসে, আসে বিপদ , রোগ , ভয়, অভাব, মৃত্যু । কিন্তু একজন মুসলিম সব কিছুর পরেও আল্লাহতে ভরসা রাখে, আল্লাহের কাছে সাহায্য চায় এবং এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে ।

একজন মুসলিম আল্লাহকেই সবচেয়ে ভয় করে । তাই এ জীবন সংগ্রামে লোভ , অহংকার , লালসা , হিংসা , রাগ , অভিমান , প্রতিশোধ - প্রতিহিংসা, বেদনা কোন কিছুই তাদের টলাতে পারে না ইসলামের পথ থেকে ।

কিন্তু শয়তান সর্বদাই তৎপর , সর্বদাই আমাদের ধোঁকা দিতে প্রস্তুত । তাই মাঝে মাঝে ধোঁকায় পরে ভুল করলেও একজন মুসলিম আল্লাহের কাছে ক্ষমা চায় , আল্লাহের সাহায্য কামনা করে । কিন্তু জীবনের কোন বাঁকে কিনবা ময়দানে কোন সমস্যা বা বাধা দেখে পালিয়ে যায় না ।

জীবনে যদি যুদ্ধ করাও আবশ্যিক হয়ে পড়ে , একজন মুসলিম কে বীরের ন্যায়ই যুদ্ধ করে । কেননা প্রত্যেক মুসলিম ই ইসলামের জন্য ও আল্লাহের জন্য বীর ও সাহসী । সে আল্লাহের পথে জীবন দান করতেও প্রস্তুত থাকে ।

তেমনি সে আল্লাহের নিয়ম , আইন কানুন মেনে চলবার জন্যও আপ্রান ইচ্ছা, কঠোর চেষ্টা ও আল্লাহের সাহায্য কামনা করে । এবং এ পথে ভেঙ্গে পরে না , মুষড়ে পরে না , পালিয়েও যায় না । কেননা একজন মুসলিম জানে , তার ইচ্ছা, চেষ্টা ও প্রার্থনার পরে যদি অকৃতকার্য হয়, সেটাও আল্লাহের দরবারে কৃতকার্য হওয়া । আর আল্লাহের দরবারের কৃতকার্য হওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য ।

মিশরের ভাই বোনেরা আমাদের ক্ষমা করে দাও। আমরা শুধু মাত্র নামে মুসলিম হওয়ার কারনে সুদুর এই দেশ থেকে তোমাদের জন্য কিছুই করতে পারছি না। টিভিতে তোমাদের কান্নার আর্তনাদ দেখছি এবং আমরা আমাদের দুই চোখের পানি ফেলছি।

ওহ আল্লাহ আপনি মিশরের ভাই বোনদের বিশেষ ভাবে রক্ষা কর এবং ইহুদিদের দালাল সেনাবাহিনিকে ধংস করে দাও।পাশাপাশি বাংলাদেশের ইসলাম প্রিয় সকল তাওহিদি জনতাকে রক্ষা কর।

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File