আধুনিক সব মিডিয়ার প্রয়োজনীয় ব্যবহার ও অপব্যবহার এবং সময়ের সঠিক ব্যবহার ও অপব্যবহার।
লিখেছেন লিখেছেন মিজবাহ ২৩ আগস্ট, ২০১৩, ০১:১৬:৫৯ রাত
বর্তমানে আধুনিক মিডিয়ার বদৌলতে পুরো বিশ্বটাকে "গ্লোবাল ভীলেজ"এ রূপান্তরিত করেছে।কম্পিউটার,ইন্টারনেট প্রযু্ক্তি(গুগল,ইউটিউব, ই-মেইল, সামাজিক গনমাধ্যম ফেইসবুক, টুইটার, Skype/Yahoo messenger, ব্লগ) টেলিভিশন,স্মার্টফোন ইত্যাদি আমাদের জীবনটাকে করেছে সহজ এবং ফলশ্রুতিতে দাওয়াতীকাজে পড়েছে তার পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু তার নেগেটিভ ইমপ্যাক্ট ও কম না। প্রকৃতপক্ষে প্রত্যেকটি আবিস্কারের পেছনে ভাল এবং খারাপ দুটিই রয়েছে। আমরা যদি একটি উদাহরণের দিকে তাকাই তবে ব্যাপারটা সহযে পরিষ্কার হয়ে যায়।
উদাহরণ:পারমানবিক শক্তির ব্যবহারে ভাল এবং খারাপ দুটিই রয়েছে। যদি আমরা তার ব্যবহার জনস্বার্থে কাজে লাগাই তবে বিভিন্ন বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠবে > দেশে বেকারত্ব দূর হবে যারা কিনা আগে বেকারত্বের ফলে হতাশাগ্রস্থ হত এবং বিভিন্ন রকম অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকত > দেশের অর্থনীতির অগ্রগতি> দেশের উন্নতি।আর যদি আমরা জনস্বার্থে কাজে না লাগাই তবে পারমানবিক বোমা বানিয়ে পুরো বিশ্বটাকে মিনিটের মধ্যে ধ্বংশ করে ফেলতে পারি যার জ্বলন্ত প্রমান জাপানের হিরোশিমা এবং নাগাসাকি।
আবার অন্যদিকে অপ্রয়োজনীয় আড্ডা (ফেইসবুক বা টুইটার, ই-মেইল,স্মার্ট ফোন, Skype/Yahoo messenger ), অপ্রয়োজনীয় ই্উটিউবে সময় দেয়া এবং অপ্রয়োজনীয় টিভি প্রোগরাম দেখা ইত্যাদির কারনে আমরা প্রচুর সময় নষ্ট করছি।যদি এই সময়টাকে নীচের হিসাব অনুযায়ী দেখি তবে আমাদের অবস্থান কোথায় তা সহযে অবলোকন করতে পারব।
প্রতিদিনে = ২ ঘন্টা
প্রতিসপ্তাহে = ২x৭ =১৪ ঘন্টা
প্রতিমাসে = ১৪x৩০ = ৪২০ ঘন্টা
প্রতিবছরে = ৪২০x১২ = ৫০৪০ ঘন্টা
বিগত ৩০ বছরে = ৫০৪০x৩০ = ১,৫১,২০০ ঘন্টা
মানুষের হায়াত-মুত্যুর ব্যাপারটা সম্পূর্ন আল্লাহর একতিয়ারে। যদি আমরা আজই ইন্তেকাল করি তবে উপরের হিসাব অনুযায়ী আল্লাহর কাছে আমরা কী জবাবদিহী করব ?
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন