আজকাল, .... ও দেখি আমার খেয়াল রাখা শুরু করছে!!

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩১ মার্চ, ২০১৩, ১২:০৪:৪৫ দুপুর

১৮ মার্চ ২০১৩ এ, মাসজিদ থেকে আসরের নামাজ আদায় করে, বাসায় এসে কিছুক্ষন ক্বুরআন শরিফ পড়ার চেষ্টা করলাম । কিন্তু ৩৫ মিনিট না যেতেই চোখ চোখ ঝাপসা হয়ে এল, আর তখন পড়া ইস্তফা দিয়ে ফ্যান চালিয়ে, মালশী কাঁথা মুড়ি দিয়ে (মশার অত্যাচার থেকে বাঁচতে) জবুথবু হয়ে বিছানায় চোখ বন্ধ করলাম । এর খানিক বাদেই, হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম ।

হঠাৎ মনে হল, কে যেন আমার বাম হাত নাড়ছে । কাঁথার বাঁধন ছিন্ন করে, আঁখি মেলে দেখি আমাদের আদরের বিড়াল, “বিল্লু ওরফে মিঊ” এর কাজ । আর এর কয়েক মিনিট পরেই, মাসজিদ থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি কর্ণকুহরে ভেসে এল এবং বিছানা ছেড়ে, নামাজের উদ্দেশ্যে রওয়ানা দিলাম ।

ওরেব্বাস !!! কেমনে কি ? :o :o

আজকাল, বিড়াল ও দেখি আমার খেয়াল রাখা শুরু করছে !!! :P

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File