আফসোস !!! ^_^
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩১ মার্চ, ২০১৩, ১২:০০:১৪ রাত
আমার ফেসবুকের ফ্রেন্ড লিষ্টে থাকা একজন স্ট্যাটাস দিল,
"পৃথিবীতে আসার অপেক্ষায় প্রহর গুনতে থাকা তিনজন নারীর নাম রাখার দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। ভাবছি সবাইকে আমার নামটাই রাখার কথা বলব কিনা !!! বিখ্যাত নাম !!! হিহিহি...."
আমি সানন্দে ও আগ্রহ সহকারে বললাম,
"আমার নামের সাথে মিলিয়ে রাখতে পারেন । :P :P যেমনঃ তানজুম, তামান্না, তানহা, তালহা, তানুবীর, তামিছা, তাপসী, তানিয়া, তানজিনা, তানজিমা, তানজিলা, তাবাসসুম, তাসমী, তাইবা, তানু, তনু, তানুবার, তন্নী, তান্নী, তমা, তুবা, তিহান, তারান্নুম, তামজিদা, তাছলিমা, তাহমিদা, তাইমিয়া, তাসমিয়া, তাসনিয়া, তাইয়্যেবা, তাসমিনা, তাহসিনা, তাহমিনা, তাসমেরি, তানুবী, তানজি, তানভী......... [আরো লাগলে মনে করে জানাব :-) ]"
তারপর, জবাব এল,
"আপনাকে ধন্যবাদ। কিন্তু ওদের বাবা মায়েরা হল খুঁতখুঁত মার্কা। আমাকে প্রথমে ওদের বাবা ও মায়ের নামের আদ্যাক্ষর দিয়ে নাম খুঁজতে হবে। আর নামগুলি হতে হবে আনকমন এবং উত্তম তাত্পর্যপূর্ণ অর্থ। সেইসাথে এগুলোর মাঝে আরবী নাম এবং মহিলা সাহাবীদের নামগুলি প্রাধান্য পাবে।@Tanin ভাই"
>>আহ ! এত শখ করে নিজের নামের সাথে মিলিয়ে নাম রাখতে চেয়েছিলাম তা বোধহয় আর হলনা !!! আফসোস !!! ^_^ ^_^
বিষয়: বিবিধ
২২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন