প্রেমাস্পদ

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৪ এপ্রিল, ২০১৪, ১০:৫৪:১৫ রাত



আঁধারের বুক চিরে, যেমনি ফুটে বহু স্বপ্ন মুকুল

তেমনি করে চাই মহামহিম তোরে, হয়ে আকুল

মিনারে মিনারে ভাসে যবে, প্রেমেরই মধুর সুর

প্রেমাস্পদ হয়ে ছুটে আসি, থাকিনা যতই সূদূর

.

প্রতি কদমে ব্যাথাতুর আমি, আরো হই নিকটে

নাহি ছেড়ে দাও দুটি হাত, কি সুখ কি সংকটে

পাগলপারা প্রেমের টানে, হেরে যেতে করি ক্রন্দন

এ ব্যাকুলতা আদরনীয় বটে, নাহি অরন্যে রোদন

.

তব প্রেমের প্রথম সিঁড়িতে, যেন না হারাই কূল

মুছে দাও বিচ্ছেদ দহন, অগ্নিগর্ভ-গ্নানিময় ভুল

আগিয়ে নাও সরল পথে, করে প্রিয়তে শামিল

মোহাচ্ছন্ন রেখো প্রশান্তি নহরে, ধুয়ে যত বেমিল

.

তোমারি ভয়ে কেঁদে কেঁদে সারা, এই দুটি চোখ

দিনের প্রহরায়, রাত্রি জাগরনে হয়ে উঠে উন্মুখ

রেখোনা মোরে দুনিয়ার ঝকমারিতে মাতাল-প্রায়

নূরের আলোতে প্রবৃত্তি-কলি যেন, দিশাহীন ধায়

.

মরুপথে রেখো অটল, করোনা রেখে হেন নিস্ফল

তব দ্বারেই কামনা করি সব, জানি হবেনা বিফল

ক্ষমো মোরে মালিক, মুছে অতীতের গর্হিত কাজ

রাজী-খুশি হয়ে হাশরেতে, দিও পরিয়ে নূরের তাজ

.

ঈমানদ্বার না করে নিওনা উঠিয়ে, ধরাধাম থেকে

শামিল করো সত্যান্বেষী দলে, জাহেলিয়াত ছেঁকে

জিহাদী তাক্ববীরে কম্পিত হোক আকাশ-বাতাস

শহীদি রক্তস্রোতে করো মোর, সকল পাপের নাশ

______________________________________

রচনাকালঃ ০১.০৩.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212922
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
161161
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল 'হামদুলিল্লাহ! Happy
যাজাকুমুল্লাহু খাইরান, ভাইয়া সাথে থাকার জন্য Praying Love Struck Angel
212927
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:১৭
ফেরারী মন লিখেছেন : বাহ ! আপনি তো বেশ চমৎকার কবিতা লিখতে পারেন। কিন্তু আপনাকে তো এর আগে বেশী দেখিনি। নতুন নাকি আপনি?
২৫ এপ্রিল ২০১৪ রাত ১২:০০
161170
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : লিখায় ভালো কিছু আসলে, তার সম্পূর্ণ আল্লাহ্‌র পক্ষ থেকে! Happy Happy Happy

জ্বী না! আমি নতুন না! এক বছর ধরে আপনাদের সাথে আছি। আর, কবিতার হাতেখড়ি ও এক বছর ধরে। আমি এই ব্লগে ৭০+ কবিতা প্রকাশ করেছি, আর বেশীরভাগ ইসলামিক। চাইলে সময় করে দেখে নিতে পারেন।

যাজাকুমুল্লাহু খাইরান Love Struck Love Struck
212953
২৫ এপ্রিল ২০১৪ রাত ০১:২১
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
১৬ মে ২০১৪ রাত ১০:৩৩
169760
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : যাজাকুমুল্লাহু খাইরান, আপু। আবার বেড়াতে আসার আমন্ত্রন রইল। Love Struck Love Struck
212964
২৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার হয়েছে জনাব।
১৬ মে ২০১৪ রাত ১০:৩৪
169762
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : যাজাকুমুল্লাহু খাইরান, প্রিয় ভাইয়া। সতত শুভেচ্ছা Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
213304
২৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : খুব সুন্দর শব্দচয়ন মাশাল্লাহ। এই চেষ্টা আল্লাহ্‌ কবুল করে নিন। আপনার কবিতাগুলোতে সুর দিলে সুন্দর হামদ নাথ হতে পারে। ভাল লাগলো Good Luck Rose Good Luck Rose
১৬ মে ২০১৪ রাত ১০:৩৬
169764
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল 'হামদুলিল্লাহ! আল্লাহ আমাদের সকল ছোট-বড় প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন। আমীন

ছন্দবদ্ধ সুর দিয়ে হামদ-নাথ করার কাজগুলো না হয় আপনি করে দিন। Happy Happy Good Luck Good Luck Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File