অনিয়ম
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৬:২৭ রাত
হোকনা আজ একটু অনিয়ম,
কাটুক না, এই ক্ষনে যত ভ্রম
আবছায়া কাঁচে তোর প্রতিচ্ছবি,
হারিয়েছি আমাকে, ছেড়ে সব’ই।
.
আঁধার-ঘন কালো চুলের ঘের,
মন্ত্রমুগ্ধ আমায়, করেছেই ফের
কাজল-কালো সে চোখের মায়া,
কুয়াশা দিনে, ফেলেছে যত ছায়া।
.
প্রেম ডোরে বেঁধেছি আনমনে,
প্রীতিকাব্য রচিব বলে, দু’জনে
রুপকথার আনাচে-কানাচে তুই,
এই আমি, তুই বিনে কারো নই।
.
যত দূরেই যাসনা কেন তুই,
আছি ছায়া হয়ে তব হৃদ ছুঁই
যেদিকেই গড়িস-না দৃষ্টি সীমানা,
সেখানেই পাবি, আমারি আঙ্গিনা।
.
পাশে থাকবি বল সারাটা জীবন,
সুখ-দুখ সময়ে, একান্ত আপন
দিয়ে দেবো সব চোখের ইশারায়,
বিচরন করবি হেতু, মোর পাড়ায়।
.
পরান জালে নেই কোন সংশয়,
অশুভ শক্তিকেও, আর নেই ভয়
বেলা যায়! রাত যায়! যাক-না চলে!
প্রেম ভাবনায়, হেরেছি প্রতিটি পলে।
.
তোর চোখে রেখেছি এ দু'চোখ,
পাবো বলে, সুখের একটু অসুখ!
বসে আছি মোরা একাকী-নিরালায়,
মুখোমুখি হয়ে, সে দখিনা জানালায়।
_________________________________________
রচনাকালঃ ০১.০১.২০১৪ ঈসায়ী[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা, আপনাকে কেমন যেন পরিচিত মনে হচ্ছে! পরিচয়টা পেলে খুশি হতাম।
ধন্যবাদ
শুভেচ্চা নিবেন
মন্তব্য করতে লগইন করুন