আভাস (পিরামিড কাব্য)

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৫ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৫:০৫ দুপুর



আজকে আড়ি দিব, আড়ি

আর যাবোনা দুঃখের বাড়ি!

করিনাতো পরোয়া তোমাকে

ভালো করেই জানি, আজিকে

তুমি কে আর আমিই-বা কে?

.

তোমার জমিন গুড়িয়ে ফেলবো!

যত সুখের কথা তোমাকে বলবো!

পার পাবে কি, আমার কাছ থেকে?

কেমনে আসো দেখি আবার, হেঁকে!

ভয় পেয়ে, যাচ্ছো নাকি একে-বেঁকে!

.

সত্যের পথে চলে, যাবোই দূর-বহুদূর!

কেমনে পিছু নাও, যেতে পারো কতদূর?

বাজাবো মধুর সুর, নিরাশার দোলাচলে।।

বিপথে ফেরাবে কেমনে, কোন বোলে?

মিছে ভেবোনা আমাকে, কোনো ছলে!

.

পরাজয়ে ডরে না কোন বীরের জান

কালেমার মেশ্-ক আঁকা, অন্তঃপ্রাণ

মিত্যুর মুখোমুখি, দাঁড়িয়ে ও সুখি!

নিতে জানি যত বাজি আর ঝুঁকি!

আসো তুমি, যতই না বারি ফুঁকি

.

প্রশান্তির ছোঁয়াতে, আলোকিত

হবো আমি নিশ্চিতই, অবিরত

মুখোমুখি হতে, আছে সাহস?

আনবে নাকি, নতুন বাহাস?

এটাই, মম বীরত্ব-আভাস!

___________________________________________

রচনাকালঃ ২৬.০১০.২০১৩ ঈসায়ী

(ফন্টের ভিন্নতার কারনে কিছু কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইলে পিরামিডের আকৃতি সামান্য এদিক-ওদিক হতে পারে।)

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File