হয়নি কি সময়?
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২০ ডিসেম্বর, ২০১৩, ০৩:০০:৫১ দুপুর
মরন যখন নাড়বে কড়া, আমার পরে
চাইব কি ক্ষমা তখন, প্রভুর তরে?
রবে না কোন মাফি সেদিন, নসীব ঘরে
দেবে না রহম মোরে, যতন করে
.
কিবা হবে সেদিন, অব্যাহতি না পেয়ে?
মরবো নিশ্চয়ই আমি, ঈমানহারা হয়ে
আসবে বদী ফেরেশ্তারা আযাব বয়ে
খসখসে-দুঃগন্ধযুক্ত নরকী কাপড় লয়ে
.
আত্মা করবে দিক-বিদিক ছুটোছুটি
দিশাহীন, লুকাবে যত ভ্রান্তি ও ত্রুটি
চাইবে না দিতে ধরা, হয়ে পরিপাটি
টেনে-হিঁছড়ে আনবে, হেরে ভ্রূকুটি!
.
রওয়ানা হবে তাঁরা আকাশ পানে
করবে লানত; যে ফেরেশ্তা-ই জানে
খুলবে না গগন-কপাট, আমায় জেনে
নিক্ষিপ্ত সেখান থেকে, লেশহীন যতনে
.
এরপর, কবরে শুধু খাবোই ধরা
চলবে অনন্তকাল কষ্টের প্রহরা
বিচার দিবসে দাঁড়াবো লজ্জায় ভরা
চলবে হিসাব তখন, অতি কড়া
.
নিক্ষিপ্ত হবো, আবার জাহান্নামে
কেউ আগাবে না, ছিল যত ডানে-বামে
শাস্তি চলবেই তখন সকল ভ্রমে
চোখাচোখি হবো বারবার, বীভৎস যমে
.
এখনো কি অপেক্ষা মরনের ক্ষণের?
হয়নি কি দিতে ভঙ্গ, বক্রতা ও রণের?
এখনো কি চাইব না মার্জনা, সকল জনের?
হয়নি কি সময়, যাচিতে ক্ষমা মহিয়ানের?
____________________________________________
রচনাকালঃ ০৩.০৫.২০১৩ ইং[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন