আজকে রাতে...

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১০ নভেম্বর, ২০১৩, ০৮:১৩:৩৯ রাত



আজকে রাতে...

জাগতিক খেলা ফেলে, যদি ছেড়ে দেই, পৃথিবীর মায়া!

রেখে যাই অগোচরে, যা ছিল আমারি মুক্ত প্রাণ ছায়া!

কেবা রাখবে খবর আমারি; বন্ধুরা হবে সব, ধূপছায়া!

.

আজকে রাতে...

সুখপৎ সঙ্গ ক্ষান্ত করে, যদি ছেড়ে যাই, কোলাহল কায়া!

রাখবে কি কিঞ্চিৎ মনে; সমস্ত মদীয় ভার্চুয়াল বন্ধু-ভায়া!

কেউবা খুশি মনে বলবেইঃ দূর হলো, যত্তসব অপঃচ্ছায়া!

.

আজকে রাতে...

প্রীতির বাঁধন ছিন্ন করে, যদি ছেড়ে যাই, নিজ জননী-জায়া!

সইবে কোন প্রানে, ব্যাথার গ্লানি; কাঁদবেই ভুলে সব হায়া!

স্মরণ হবে কেমনে জানি, হাসিমাখা-ঊচ্ছ্বল মম মুখচ্ছায়া!

.

আজকে রাতে...

মমতার ঊর্ধ্বে, মৃত্যু দূত যদি ছাড়তে বলে, জমিন শয্যার পায়া!

আর, বদী ফেরেশ্তা চাবুক হেনে বলে, যাও! দূর হও, কালোছায়া!

সওয়ার হবো কেমনে নরকের বাহনে, ত্যাগী রহমের আঁচলছায়া!

.

আজকে রাতে...

______________________________________________

রচনাকালঃ ২৯.০৭.২০১৩ ঈসায়ী

http://www.tanin87.blog.com

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File