Bee Bee ব্যালেন্স রিচার্জের উৎসব চলছে ! আপনি ও যোগ দিন ! Big Hug Big Hug

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৬ আগস্ট, ২০১৩, ০৫:৫০:৪৪ বিকাল



গত ২ দিন আগে আমার মোবাইলে ৩ ডলার ব্যালেন্স হিসেবে আসল। এর কিছুক্ষন পর, লিবিয়া থেকে এক দ্বীনি ভাই ফোন করে জিজ্ঞাসা করলেন, "আপনার মোবাইলে ঈদী পাঠিয়েছি। পেয়েছেন তো ?" আহারে, কি মোহাব্বত ! আল্লাহ্‌, উনার ভালোবাসাকে কবুল করুন এবং উনাকে উত্তম তাওফিক দিন যেন এমন করে প্রতি ঈদে, ঈদী পাঠাতে পারেন। আমীন Big Grin Big Grin

আবার পরশু দিন, মোবাইলে ৫০ টাকা আসল, যদিও এখন পর্যন্ত কোন ভাই এর দায় স্বীকার করেন নি ! উনি মনে হয়, নাম গোপন রেখে বেশী সওয়াব পেতে চাচ্ছেন ! আচ্ছা, সমস্যা নাই ভাই ! আমি আপনার জন্যও দুয়া করে দিচ্ছি ! আল্লাহ্‌, আপনাকেও উত্তম প্রতিদান দিন, যেন সবসময় এই ছোট ভাইয়ের খোঁজ-খবর রাখতে পারেন। Big Grin Big Grin

আমি স্বভাবতই নরম মনের মানুষ এবং আমার সব ভাইদেরকে অনেক অনেক ভালোবাসি। তাই, "না বোধক শব্দ" উচ্চারন করে কোন ভাইয়ের মনে কষ্ট দিতে পারিনা ! সুতরাং, কোন ভাই যদি নাম প্রকাশ করে বা গোপন রেখে এই উৎসবে শামিল হতে চান, তবে সেক্ষেত্রেও............... Smug Smug Winking) Winking) Big Hug Big Hug

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File