9 Drawings from children in Gaza, Palestine (ছবি-ব্লগ)

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১১ আগস্ট, ২০১৩, ০৯:৫২:৫৪ রাত



ঈদ-উল-ফিতর উপলক্ষে, আমরা সবাই ভরপুর আনন্দ করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে এক এক করে নিজ নিজ গন্তব্যে/কর্মক্ষেত্রে ফিরছি। আর, যারা স্ব-স্থানেই ঈদের আনন্দ উপভোগ করেছি, তারাও হরেক রকমের উল্লাস-উদ্দীপনার রসদ দ্বারা নিজ কূলেই আবর্তিত হয়েছি । কিন্তু, এই কয়দিনে একবারের জন্যও কি মনে করেছি যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমার ওপর মুসলিম ভাইরা কেমন আছেন ? কি হাল-হকিকতে আছেন ? কিভাবে প্রতিদিনের দিন যাপন করছেন ?

না । না । না । কেন ভাবব ! এগুলো ভাবার সময় কই আমাদের ! আমরা আবার উন্নত প্রজাতির প্রাণী কিনা ! আমরা আমাদের নিয়েই সময় পাইনা ! আর, অপরের কথা ভাবার মত ফুসরত কোথায় !? ধিক আমাদের মনুষত্যকে ! ধিক আমাদের মানবতাকে ! ধিক আমাদের বিবেকবোধকে ! অথচ, আমরা কিনা দাবি করি আমরা মানুষ ! আমরা মুসলিম ! আমরা আল্লাহ্‌র সৃষ্ট শ্রেষ্ঠ মাখলুক !

আমি স্তব্ধ ! আমি ভাষাহীন ! আমি বাকরুদ্ধ ! আমি লজ্জিত, নিজের কাছে, সব মুসলিম ভাইদের কাছে এবং মহান আল্লাহু রব্বুল 'আলামিনের কাছে !

ফিলিস্তিনের বর্তমান অবস্থা কম বেশী আমাদের সবারই জানা । গাজা, ফিলিস্তিনের বাচ্চাদের আঁকা কয়েকটি ছবিই বলে দেয়, ভালোভাবেই বলে দেয়, তাদের প্রকৃত ও নিত্যনৈমেত্তিক জীবনাচার ব্যাবস্থা ।

















বিষয়: বিবিধ

১৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File