নির্লিপ্ততা

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৬ আগস্ট, ২০১৩, ১১:০০:৩৭ রাত

দূরের ঐ উচ্ছ্বল তারার দল,

কেন তোরা দিশেহারা ?

কাঁদছিস কি আমার সাথে ?

হয়েই আজ, পাগলপারা !

.

চেয়ে দেখ, আমারি পানে

পড়ছেনা কোন অশ্রু, গলে !

মিছিমিছি ভাবছিস তোরা !

আমি যে খুশি, প্রতি পলে !

.

কি-বা হবে, মিছে ভেবে !

পারবি কি কোন সান্তনা দিতে !

আমার ব্যাথা, আমারি থাক !

দেবনা কোন কষ্ট নিতে !

.

যার জন্য, কাঁদছি আমি

সে তো আমায় বোঝেনা !

যার জন্য, আমারি প্রাণ

সে তো আমায় খোঁজে না !

.

একাকী আমায় থাকতে দে !

আমি তোদের জড়াতে চাইনা !

একাকী আমায় কাঁদতে দে !

যারে খুঁজি, তারেই পাইনা !

.

তোরা বুঝিস আমারি ব্যাথা

সে কেন, একটুও বোঝেনা !

যদি বা কিছু বুঝেই থাকে !

অশ্রু কেন, মুছতে আসেনা !

.

.

_________________________________________________

রচনাকালঃ ০৬.০৮.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File